Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রফিককে টপকে নতুন শিখরে তাইজুল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০১৮, ০১:২০ PM আপডেট: ২৩ নভেম্বর ২০১৮, ০১:৫৪ PM

bdmorning Image Preview


চলতি বছর দারুণ ফর্মে আছেন তাইজুল ইসলাম। শুক্রবার ক্যারিবিয়ারদের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে কিয়েরন পাওয়েলকে এলবিডাব্লুর ফাঁদে ফেলে আউট করেন তিনি। এর মধ্যে দিয়ে নতুন একটি রেকর্ডে নিজের নাম তুললেন তিনি। 

পাওয়েলের উইকেট তুলে নেওয়ার মধ্যে দিয়ে চলতি বছরে ৩৪টি উইকেট পেলেন তাইজুল। এর মধ্য দিয়ে তিনি হয়ে গেলেল এক বর্ষপঞ্জিতে সর্বোচ্চ উইকেট শিকারি বাংলাদেশি বোলার। এর আগের রেকর্ডটি ছিল মোহাম্মদ রফিকের। ২০০৩ সালে ৩৩ উইকেট নিয়েছিলেন বাংলাদেশের এই কিংবদন্তি স্পিনার।

চলতি বছরে এখন পর্যন্ত ৬ টেস্টে ১০ ইনিংস বোলিং করেছেন তাইজুল। এর মধ্যে ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন তিনবার, ১০ উইকেট পেয়েছেন একবার।

তবে আন্তর্জাতিক ক্রিকেটে এক বর্ষপঞ্জিতে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্নের। ২০০৫ সালে ১৫ টেস্টে ৩০ ইনিংসে ৯৬ উইকেট নিয়েছিলেন তিনি।

Bootstrap Image Preview