Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

৪৭ বছর বয়সী তাম্বের বিশ্বরেকর্ড

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০১৮, ১২:৩০ PM আপডেট: ২৩ নভেম্বর ২০১৮, ১২:৩০ PM

bdmorning Image Preview


বয়স ৪৭ পেড়িয়েছে, তাতে কী! এখনও বল হাতে বিপক্ষ দলে ব্যাটিংয়ে ধস নামাতে পারেন৷ দুবাইয়ের টি-১০ লিগে সেটাই করে দেখালেন ভারতীয় ক্রিকেটার প্রবীণ তাম্বে৷ টি-১০ ক্রিকেটে প্রবীণই প্রথম ক্রিকেটার যিনি এক ইনিংসে পাঁচ উইকেট তুলে নিলেন৷ গড়লেন বিশ্বরেকর্ড৷ এই পাঁচের মধ্যে রয়েছে হ্যাটট্রিকও৷ একনজরে প্রবীণের বোলিং ফিগার ২-১৫-৫

বৃহস্পতিবার সিন্ধিসের হয়ে কেরল কিংসের বিরুদ্ধে ২ ওভার হাত ঘুরিয়ে মাত্র ১৫ রান খরচ করে ৫ উইকেট পেয়েছেন তাম্বে৷ তিনটি হোয়াইড না করলে আরও কম রানে এই উইকেট তুলে নেওয়ার নজির গড়তে পারতেন প্রাক্তন আইপিএল ক্রিকেটার৷ অতীতে রাহুল দ্রাবিড়ের নেতৃত্বে রাজস্থান রয়্যালসের হয়ে খেলেন প্রবীণ৷

তাম্বের স্পিনের কুপোকাত হয়ে কেরালা কিংসের ইনিংস ১০৩ রানে গুটিয়ে যায়৷ ইনিংসের প্রথম ওভারেই বল করতে এসে তিনটি উইকেট তুলে নিয়ে জোর ধাক্কা দেন প্রবীণ৷ ওভারের শুরুতেই পরপর দুটি হোয়াইড৷ এরপর দ্বিতীয় বলেই সীমিত ওভারের স্পোশালিস্ট ক্রিস গেইলের গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন তাম্বে৷ এরপর এক বল বাদ দিয়ে টানা তিন বলে তিন উইকেট তুলে নেন ৪৭ বসয়ী এই ক্রিকেটার৷ তাম্বের শিকার হয়ে একে একে প্যাভিলিয়নে ফিরে যান ইয়ন মর্গ্যান, কাইরন পোলার্ড, অ্যালেন৷ নিজের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে শ্রীলঙ্কার উপল থারাঙ্গার উইকেট তুলে নিয়ে ফাইভ হল সম্পূর্ণ করেন প্রবীণ৷

তাম্বের স্পিনের কুপোকাত হয়ে কেরালা কিংসের ইনিংস ১০৩ রানে গুটিয়ে যায়৷ ইনিংসের প্রথম ওভারেই বল করতে এসে তিনটি উইকেট তুলে নিয়ে জোর ধাক্কা দেন প্রবীণ৷ ওভারের শুরুতেই পরপর দুটি হোয়াইড৷ এরপর দ্বিতীয় বলেই সীমিত ওভারের স্পোশালিস্ট ক্রিস গেইলের গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন তাম্বে৷ এরপর এক বল বাদ দিয়ে টানা তিন বলে তিন উইকেট তুলে নেন ৪৭ বসয়ী এই ক্রিকেটার৷ তাম্বের শিকার হয়ে একে একে প্যাভিলিয়নে ফিরে যান ইয়ন মর্গ্যান, কাইরন পোলার্ড, অ্যালেন৷ নিজের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে শ্রীলঙ্কার উপল থারাঙ্গার উইকেট তুলে নিয়ে ফাইভ হল সম্পূর্ণ করেন প্রবীণ৷

Bootstrap Image Preview