Bootstrap Image Preview
ঢাকা, ২০ সোমবার, মে ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পাকিস্তানে সিরিজ আয়োজনের জন্য দ্বারে দ্বারে ঘুরছে পিসিবি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ নভেম্বর ২০১৮, ০৯:৫০ PM আপডেট: ২২ নভেম্বর ২০১৮, ০৯:৫০ PM

bdmorning Image Preview


সাত বছর আগের ঘটনা। শ্রীলংকা ক্রিকেট দল পাকিস্তান সফরে গিয়েছিলো। সেই সময়  লংকান দলের উপর সন্ত্রাসবাদী হামলা হয়েছিল। সেই  ঘটনার স্মৃতি যেন এখনও উস্কে উঠছে ক্রিকেটারদের মনে। যার জন্য এখন আর কোন দেশই পাকিস্তান সফরে যেতে চায় না। 

২০১৫ সালে জিম্বাবোয়ে ক্রিকেট দল কঠোর নিরাপত্তার প্রদানের শর্তে পাকিস্তানে সিরিজ খেলতে রাজি হয়েছিল। ব্যস, তার পর থেকেই পিসিবির হাজারো কাকুতি-মিনতির পরও কেউ খেলতে আসছে না। এবার অস্ট্রেলিয়ার দরজায় কড়া নেড়েছে পাক ক্রিকেট বোর্ড। তবে এখনও সদুত্তর আসেনি।

আগামী বছর মে মাসে ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে ২০১৯ ক্রিকেট বিশ্বকাপ। বিশ্বকাপের আগে ভালরকম প্রস্তুতি সারতে চাইছে পাকিস্তান। তাই দেশের মাটিতে অস্ট্রেলিয়াকে একটি ওয়ান-ডে সিরিজ খেলার প্রস্তাব দিতে চাইছে পাক বোর্ড। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এহসান মানি জানিয়েছেন, আগামী মার্চ এবং এপ্রিল নাগাদ পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হতে পারে সংযুক্ত আরব আমিরশাহিতে। তবে পিসিবি চাইছে, সেই সিরিজের অন্তত দুটি ম্যাচ যেন পাকিস্তানের মাটিতে আয়োজন করা যায়। এমনই প্রস্তাব নিয়ে এবার ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে আলোচনায় বসবে পিসিবি।

 এদিকে, অন্য সূত্র থেকে জানা যাচ্ছে, বিশ্বকাপের আগে প্রস্তুতি হিসাবে ইংল্যান্ডে সিরিজ খেলার কথা রয়েছে অস্ট্রেলিয়ার।

Bootstrap Image Preview