Bootstrap Image Preview
ঢাকা, ২০ সোমবার, মে ২০২৪ | ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার টেস্ট দলে দুই চমক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ নভেম্বর ২০১৮, ০৮:২০ PM আপডেট: ২২ নভেম্বর ২০১৮, ০৮:২০ PM

bdmorning Image Preview


সফরকারী  ভারতের বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজ খেলবে স্বাগতিক অস্ট্রেলিয়া। আসন্ন এই টেস্ট সিরিজ সামনে রেখে দল ঘোষণা করেছে অজি ক্রিকেট বোর্ড।দলে নতুন মুখ ওপেনার মার্কাস হ্যারিস ও বোলিং অলরাউন্ডার ক্রিস ট্রিম্যান।

সম্প্রতি ঘরোয়া আসরে প্রথম শ্রেনির ক্রিকেটে নিউ সাউথ ওয়েলসের বিপক্ষে অপরাজিত ২৫০ রানের ইনিংস খেলেছেন ভিক্টোরিয়ার হ্যারিস। প্রথম শ্রেনির ক্রিকেটে ৯টি সেঞ্চুরি ও ১৬টি হাফ-সেঞ্চুরিতে ৩৫ দশমিক ৫৫ গড়ে ৪০৮৯ রান করেছেন ৬৭ ম্যাচ খেলা হ্যারিস। চলমান শেফিল্ড শিল্ডে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। ছয় ইনিংসে ৪৩৭ রান করেছেন হ্যারিস।

হ্যারিসকে দলে নেয়ার ব্যাপারে নির্বাচক ট্রেভর হন্স বলেন, ‘দলে সুযোগ পাওয়া তার প্রাপ্য ছিলো। কারন সম্প্রতি প্রথম শ্রেনির ক্রিকেটে দুর্দান্ত কিছু ইনিংস খেলেছেন তিনি। আশা করি, টেস্ট ফরম্যাটেও নিজেকে মেলে ধরতে পারবে হ্যারিস।’

সদ্য সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলেছে অস্ট্রেলিয়া। সিরিজে একটি ম্যাচ ড্র ও একটিতে হার মানে অসিরা। ওই সিরিজে খেলা বেশিরভাগ খেলোয়াড়ই আছেন এই দলে। দল নিয়ে অস্ট্রেলিয়ার নির্বাচক হন্স বলেন, ‘আমার মনে হয়, এ দলটি বেশ ভারসাম্যপূর্ণ। এই দলের সকলেই ভালো পারফরমেন্স করার সামর্থ্য রাখে। আশা করি, ভারতের বিপক্ষে এই দলটি ভালো করতে সক্ষম হবে।’

এছাড়া দলে ফিরেছেন মিডল-অর্ডার ব্যাটসম্যান পিটার হ্যান্ডসকম্ব। সর্বশেষ সিরিজের দলে তিনি ছিলেন না তিনি। এবারও দলে ডাক পেলেন না ম্যাট রেনশ। তাই জাতীয় দলে ফেরার অপেক্ষা বাড়লো তার।

ঘরোয়া আসরে হ্যারিসের সতীর্থ ক্রিস ট্রিম্যানকেও দলে রাখা হয়েছে। শেফিল্ড-শিল্ডে বল-ব্যাট হাতে দুর্দান্ত পারফরমেন্স করেছেন তিনি। বল হাতে ২৪টি ও ব্যাট হাতে তিনটি হাফ-সেঞ্চুরির ইনিংস খেলেন ট্রিম্যান। ট্রিম্যানের ব্যাপারে হন্স বলে, ‘বল-ব্যাট হাতে ভিক্টোরিয়ার হয়ে ধারাবাহিকভাবে পারফরমেন্স করেছে ট্রিম্যান। উইকেট শিকারে দ্বিতীয়স্থানে রয়েছেন তিনি। তাই টেস্ট দলে সুযোগ পাওয়াটা তার প্রাপ্য ছিলো।’
অস্ট্রেলিয়া দল : টিম পাইন (অধিনায়ক), জশ হ্যাজেলউড (সহ-অধিনায়ক), মিচেল মার্শ (সহ-অধিনায়ক), প্যাট কামিন্স, অ্যারন ফিঞ্চ, পিটার হ্যান্ডসকম্ব, মার্কাস হ্যারিস, ট্রাভিস হেড, উসমান খাজা, নাথান লিঁও, শন মার্শ, পিটার সিডল, মিচেল স্টার্ক ও ক্রিস ট্রিম্যান।
উল্লেখ্য,অ্যাডিলেডে আগামী ৬ ডিসেম্বর থেকে শুরু হবে চার ম্যাচ সিরিজের প্রথম টেস্ট।

Bootstrap Image Preview