Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দ্রুত রান তুলে প্যাভিলনে ফিরলেন টেইলর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০১৮, ১১:১৬ AM আপডেট: ০৫ নভেম্বর ২০১৮, ১১:২০ AM

bdmorning Image Preview


সিলেট টেস্টের তৃতীয় দিনে ব্যাটিংয়ে নেমেছে সফরতকারী জিম্বাবুয়ে। ১৪০ রানের লিড নিয়ে তারা তৃতীয় দিনে ব্যাটিংয়ে নামে তারা। ম্যাচে টিকে থাকতে আজ দ্রুত জিম্বাবুয়ের অলআউট করার কোনো বিকল্প নেই। সেই কাজটাই প্রথমেই চারিকে ফিরিয়ে করে দেখিয়েছিলেন মিরাজ। এবার তাকে অনুসরণ করলেন তাইজুল। দ্বিতীয় উইকেটে দ্রুত রান তোলা টেইলরকে ক্যাচ আউট করে ফেরালেন তাইজুল

সংক্ষিপ্ত স্কোর:

জিম্বাবুয়ে: ১ম ইনিংস ২৮২

বাংলাদেশ: ১ম ইনিংস ১৪৩

জিম্বাবুয়ে: ২য় ইনিংস ৫১-১ লিড- ১৯০

ক্রিজে আছেন: মাসাকাদজা (১৫) ও শেস উইলিয়াম (৪)

তাইজুলের শিকার টেইলর: চারির বিদায়ের পর ক্রিজে নামা টেইলর দ্রুত গতিতে রান তুলছিলেন। যা বাংলাদেশকে আস্তে আস্থে ম্যাচ থেকে ছিটকে দিচ্ছিলেন। কিন্তু দলীয় ৪৭ রানের মাথায় ৪ টি বাউন্ডারিতে ২৫ বলে ২৪ রান করা টেইলরকে ফেরত পাঠালেন তাইজুল। বড় শর্ট খেলতে গিয়ে কায়েসের হাতে ক্যাচ আউট হন তিনি।

প্রথমেই মিরাজের আঘাত: আজ জিম্বাবুয়ের দ্বিতীয় ইনিংসের ১৩ তম ওভারে বোলিংয়ে আসেন মিরাজ। এ সময় ক্রিজে থাকা ওপেনার ব্রায়েন চারিকে বোল্ড করে প্যাভিলনে বিদায় করেন তিনি। ৩৩ বল থেকে ৪ রানের ইনিংস খেলেন চারি। প্রথম ইনিংসেও ১টি উইকেট পেয়েছিলেন মিরাজ।

এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশ দল দ্বিতীয় দিনের শেষ দুই সেশন শেষ না হতেই ১৪৩ রানে অল-আউট হয়ে যায়। অভিষিক্ত আরিফুল হক খেলেছেন সর্বোচ্চ ৪১ রানের অপরাজিত ইনিংস। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ৩১ রান আসে মুশফিকের ব্যাট থেকে। জিম্বাবুয়ের হয়ে চাতারা ও সিকান্দার রাজা ৩ টি করে উইকেট নেয়। এছাড়া জার্ভিস ২ টি ও উইলিয়াম ১টি উইকেট নেন।

জিম্বাবুয়ে তাদের প্রথম ইনিংসে ২৮২ রানে অল আউট হয়ে যায়। তাদের হয়ে ইনিংস সর্বোচ্চ ৮৮ রানের ইনিংস খেলেন উইলিয়াম। এছাড়া পিটার মুর ৬৩ ও মাসাকাদজা করে ৫৩ রান। প্রথম ইনিংসে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৬ টি উইকেট নেন তাইজুল। এছাড়া অপু ২টি এবং মিরাজ , মাহমুদুল্লাহ ও রাহি ১টি করে উইকেট নেন।

 

Bootstrap Image Preview