Bootstrap Image Preview
ঢাকা, ১২ রবিবার, মে ২০২৪ | ২৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

২১ রানে শেষ ৪টি উইকেট হারালো জিম্বাবুয়ে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ নভেম্বর ২০১৮, ১২:২৫ PM আপডেট: ০৪ নভেম্বর ২০১৮, ১২:৩৬ PM

bdmorning Image Preview


তাইজুল ইসলামের ৬ উইকেটের সুবাদে ২৮২ রানেই থেমে গেলো জিম্বাবুয়ের প্রথম ইনিংস। প্রথম দিনে দুই উইকেটের পর আজ তিনি নিয়েছেন আরো ৪টি উইকেট।যা জিম্বাবুয়ের ইনিংস বড় করতে দেয়নি। তবে আজ জিম্বাবুয়ে অন্য ব্যাটসম্যানদের আসা যাওয়ার মিছিলে একমাত্র ব্যতিক্রম ছিলেন পিটার মুর। তিনি ১৯২ বল থেকে ৬৩ রানে অপরাজীত ছিলেন।

প্রথম ইনিংসে বাংলাদেশ হয়ে ব্যাটিংয়ের গোড়াপত্তনে নেমেছেন লিটন দাস ও ইমরুল কাসেয়।লাঞ্চ বিরতীতে যাওয়ার আগে তারা মাত্র ১ ওভার ব্যাটিং করা সুযোগ পেয়েছেন। যেখানে লিটন ৪ বলে ১ ও কায়েন ২ বল থেকে ১ রানে অপরাজীত আছে।

আজ দ্বিতীয় দিনের শুরুতে ৫ উইকেটে ২৩৬ রান নিয়ে ব্যাটিং শুরু করে জিম্বাবুয়ে। ক্রিজে ৩৭ রানে মুর ও চাকাভা ২০ রান নিয়ে দিনের শুরুটা ভালোই করেছিলেন। এই দুই ব্যাটসম্যান আজ নিজেদের জুটিটাকে অর্ধশত রানে নিয়ে যান। যা জিম্বাবুয়েকে ভালো কিছুই ইঙ্গিত দিচ্ছিল।

দলীয় ২৬১ রানের সময় প্রতিরোধ গড়ে তোলেন তাইজুল। চাকাভাকে ২৮ রান থামান তিনি। এতে মুর ও চাকাভার ৫৯ রান জুটির সমাপ্তি ঘটে। এরপর আর ঘুড়ে দাড়াতে পারেনি তারা। ২১ রানে হারায় শেষ ৪টি উইকেট। ২৮২ রানে শেষ দুটি উইকেট নেন তাইজুল। আজ জিম্বাবুয়ে দ্বিতীয় দিনে ব্যাট করেছে ২৬.৩ বল।

এর আগে শনিবার টেস্টের প্রথম দিনে জিম্বাবুয়ের ব্যাটিংয়ের সিংহভাগ রান এসেছিল শেন উইলিয়াম ও মাসাকাদজার ব্যাট থেকে। উইলিয়াম করেছিলেন ৮৮ রান আর মাসাকাদজা করেছিলেন ৫২ রান। যা জিম্বাবুয়েকে প্রথম দিনে ম্যাচে ধরে রেখেছিল।

প্রথম ইনিংসে বাংলাদেশের হয়ে তাইজুল ৬টি, ছাড়াও অপু ২টি উইকেট নিয়েছেন। আবু জায়েদ-মাহমুদুল্লাহ ১টি করে উইকেট নেন।

Bootstrap Image Preview