Bootstrap Image Preview
ঢাকা, ১২ রবিবার, মে ২০২৪ | ২৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

এবার তাইজুল ও অপুর জোড়া আঘাতে লন্ডভন্ড জিম্বাবুয়ে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ নভেম্বর ২০১৮, ১১:৩০ AM আপডেট: ০৪ নভেম্বর ২০১৮, ১১:৪০ AM

bdmorning Image Preview


দ্বিতীয় দিনে প্রথম সেশনে ৩৭ রান তুলতেই ফিরে গেছেন ৩ জিম্বাবুয়েন ব্যাটসম্যান। তারা হলেন চাকাভা, ওয়েলিংটন মাসাকাদজা ও মাভুটা। তবে ক্রিজে এত প্রান্ত আগলে রেখেছেন পিটার।

সংক্ষিপ্ত স্কোর: জিম্বাবুয়ে ১১৩ ওভারে ৮ উইকেটে ২৭৩।

ক্রিজে আছেন: পিটার মুর ৫৮ ও জারভিস ০।

তাইজুল ও অপুর জোড়া আঘাত: জিম্বাবুয়ের দলের অধিনায়ক ওলেংটন মাসাকাদজার অভিষেক টেস্টে ৪ রান বিদায় করেলেন তাইজুল। মুশফিকের গ্লাভসে ক্যাচ দিয়ে ফেরার আগে তিনি আজ ২৮টি বল মোকাবেলা করেছেন। এ সময় জিম্বাবুযের দলীয় স্কোর ছিল ২৬৮ রান। এরপর মুরকে ক্রিজে সঙ্গ দিতে আসা মাভুটাকে দলীয় ২৭৩ রানে এল বি ডব্লিউ করে বিদায় করে অপু। মাভুটা ১৪ বল থেকে ৩ রান করেন।

তাইজুলের তৃতীয় শিকার চাকাভা:  ৬০ রানে জুটির পর মুর ও চাকাভার জুটিকে ভাঙন ধরালো বাংলাদেশ। তাইজুলের স্পিন ঘূণিতে ৮৫ বল থেকে দুটি চারের মারে ২৮ রান করে আউট হন চাকাভা। এটি প্রথম সেশনে তার তৃতীয় উইকেট।

মুরের অর্ধশতক: প্রথম দিনে জিম্বাবুয়ের হয়ে ম্যাচের লাগাম ধরে রাখা পিটার মুর আজও ক্রিজে ভালোই জবাব দিচ্ছেন বাংলাদেশি স্পিনারদের। ৩৭ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করা এ ব্যাটসম্যান দিনের শুরুতেই তিলে নিয়েছেন নিজের অর্ধশতক। তার অর্ধশতকটি আাসে ১৪৫ বল থেকে। 

শনিবার টেস্টের প্রথম দিনে ৫ উইকেটে ২৩৬ রান সংগ্রহ করেছিল। যেখানে দলের সিংহভাগ রান এসেছিল শেন উইলিয়াম ও মাসাকাদজার ব্যাট থেকে।উইলিয়াম করেছিলেন ৮৮ রান আর মাসাকাদজা করেছিলেন ৫২ রান। যা জিম্বাবুয়েকে প্রথম দিনে ম্যাচে ধরে রেখেছিল। প্রথম দিনে বাংলাদেশের হয়ে তাইজুল ২টি, আবু জায়েদ-নাজমুল-মাহমুদুল্লাহ ১টি করে উইকেট নেন।

Bootstrap Image Preview