Bootstrap Image Preview
ঢাকা, ১১ শনিবার, মে ২০২৪ | ২৮ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অবসরের ঘোষণা দিলেন রাজিন সালেহ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ নভেম্বর ২০১৮, ১০:০৫ AM আপডেট: ০৪ নভেম্বর ২০১৮, ১০:০৫ AM

bdmorning Image Preview


সব ধরনের ক্রিকেটকে বিদায় বলে দিলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক রাজিন সালেহ।আগামীকাল সোমবার থেকে শুরু হতে যাওয়া জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম ও শেষ রাউন্ড ম্যাচটিই হতে যাচ্ছে এই ক্রিকেটারের শেষ ম্যাচ।শনিবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টেস্ট অভিষেকে এ ঘোষনা দেন।

সিলেটের ঘরের ছেলে রাজিন সালেহ ১৯ বছর বয়সে  ২০০৩ সালে জাতীয় দলে অভিষেক হয়েছিল। বাংলাদেশের হয়ে ২৪টি টেস্ট ৭ ফিফটিতে (১১৪১) ও ৪৩ ওয়ানডে ১ সেঞ্চুরিকে (১০০৫)  রান করেছন। ২০০৩ থেকে ২০০৮ সাল পর্যন্ত জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন তিনি। বিদায় ঘেষণা কাল তার বয়স হয়েছে ৩৪ বছর। সবশেষ ২০০৮ সালে মিরপুরে টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন তিনি। তবে সিলেটে স্টেডিয়ামে আন্তর্জাকিত ম্যাচ না খেলতে পারার আক্ষেটা ছিল তার কণ্ঠে। 

রাজিন বলেন, ‘আমি সর্বপ্রথম সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই। আল্লাহর রহমতের জন্যই আমি ২২ বছর ক্রিকেট চালিয়ে যেতে পেরেছি। আপনারা জানেন আমি বাংলাদেশের হয়ে ৬ বছর খেলেছি। ৫ নভেম্বর শুরু হতে যাওয়া জাতীয় ক্রিকেট লিগের ম্যাচে আমি আমার শেষ ম্যাচটি খেলতে যাচ্ছি।’

ক্রিকেট বিদায়ের পরের পরিকল্পনা নিয়ে তিনি বলেন,  ক্রিকেটকে বিদায় বললেও এটির সঙ্গে সম্পর্কটা থাকবে। নিজের একটি ক্রিকেট একাডেমি আছে। সেখানে তরুণদের ক্রিকেটারদের কোচিং করাবো।

এক সসময় দেশের অন্যতম সেরা ফিল্ডার হিসেবে পরিচিত রাজিন। ২০০৪ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে হাবিবুল বাশারের ইনজুরিতে দেশকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পান রাজিন। ২ টি ওয়ানডেতে দেশকে নেতৃত্ব দেন তিনি।

Bootstrap Image Preview