Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বুধবার, মে ২০২৪ | ২৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফেসবুক বন্ধ রাখার ভাবনায় সৌম্য

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০১৮, ০১:০৫ PM আপডেট: ২৭ অক্টোবর ২০১৮, ০১:০৯ PM

bdmorning Image Preview


বর্তমান বিশ্বে সামাজিক যোগাযোগ মাধ্যমের বড় একটি অংশ জুড়ে রয়েছে ফেসবুক। একজন মানুষ হিসেবে খেলোয়াড়রাও এর বাইরে নন। তবে এখন ফেসবুকে থেকে নিজেকে দূরে রাখার কথা বলেছেন সৌম্য সরকার। 

ক্রিকেটারদের ভালো আর খারাপ পারফরম্যান্সের প্রশংসা আর নিন্দা সব সময়ই করে থাকেন সমর্থকরা। যা অনেক সময়ই কম বেশি ক্রিকেটারদের চোখে পড়ে। তাই খারাপ সময়ে ভক্তেদের সমালোচনা সৌম্যর চোখেও পড়েছে। এসব দেখে কিভাবে তৈরি করেছেনে এমন প্রসঙ্গে সাংবাদিকে সৌম্য জানিয়েছেন, ‘আমার কাছে মনে হয় আমি বাইরের কথা বেশি শুনতাম। ফেসবুকটা যখন ব্যবহার করতাম, তখন নেতিবাচক মন্তব্য গুলো আসতো অনেক, যা মাথায় গেঁথে যেত। মানুষ ইতিবাচক জিনিসটা লিখে না এবং নিজেও পারে না। এমন এক একটা শিরোনাম আসত, যেন আমি সবই খারাপ করেছি। আর আমরা বাংলাদেশিরা শিরোনামটাই বেশি পড়ি।’

‘পরে ফেসবুক ব্যবহার বন্ধ করব ভেবেছি। নেতিবাচক জিনিসগুলো কম নিবো, মানুষের সাথে কথা কম বলব। শুধু ইতিবাচক জিনিস নিয়েই বেশি ভাবার চেষ্টা করেছি। অনুশীলনও কম করতাম তখন। যখন খারাপ যায় তখন সবই খারাপ যায়, ভালো করলেও খারাপ হয়। একটু বন্ধুদের সাথে বেশি সময় কাটাতাম সেই সময়ে।’

Bootstrap Image Preview