Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

উইকেটের পিছনে দাঁড়িয়ে মুশফিকের ডাবল সেঞ্চুরি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০১৮, ০৮:৩৯ PM আপডেট: ২৪ অক্টোবর ২০১৮, ০৮:৩৯ PM

bdmorning Image Preview


হেড লাইন দেখে চমকে উঠার কিছু নেই। কারণ মুশফিক জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটিংয়ে ডাবল সেঞ্চুরি করেননি।তবে একজন উইকেটরক্ষক হিসাবে ২০০টি উইকেট নিলেন।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে উইকেটের পেছনে তিনটি ক্যাচ নিয়ে আজ তিনি ক্যারিয়ারের ২শ’ ডিসমিসাল পূর্ণ করেন তিনি।

১৯৪ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে ১৫৯টি ক্যাচ ও ৪২টি স্টাম্পিং করেছেন মুশফিকুর। ফলে তার ক্যারিয়ারে সর্বমোট ডিসমিসালের সংখ্যা হলো- ২০১টি। যা বাংলাদেশের মধ্যে উইকেটরকক্ষক হিসেবে সর্বোচ্চ ডিসমিসাল।

১২৬ ম্যাচে ১২৬ ডিসমিসাল নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ।
ওয়ানডে ক্রিকেট ইতিহাসে ৪০৪ ম্যাচে ৪৮২ ডিসমিসাল নিয়ে সবার উপরে আছেন শ্রীলংকার সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা।

Bootstrap Image Preview