Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাব্বিকে দলে চান মাশরাফি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০১৮, ১০:০৫ AM আপডেট: ২৪ অক্টোবর ২০১৮, ১০:০৫ AM

bdmorning Image Preview


জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ওয়ানডে অভিষেক ঘটে বাঁ-হাতি ব্যাটসম্যান ফজলে মাহমুদ রাব্বির। কিন্তু ঐ ম্যাচে হতাশ করেছেন তিনি। ৪ বল মোকাবেলা করে শুন্য হাতে প্যাভিলিয়নে ফিরেন রাব্বি। তারপরও জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে রাব্বিকে দলে রাখতে চান বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে বুধবার অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ।

বুধবারের ম্যাচের আগে রাব্বিকে নিয়ে মাশরাফি বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি মনে করি, অবশ্যই আরেকটি সুযোগ রাব্বির পাওয়া উচিত। একটি ম্যাচ দিয়ে কাউকে বিচার করা কঠিন। বলতে পারেন, তাকে প্রথম ম্যাচে কেন নেওয়া হলো? তাহলে বলতে পারেন এটা ভুল। কিন্তু নেওয়ার পর অবশ্যই তাকে আরও সুযোগ দেওয়া উচিত। কারণ একটি ম্যাচ দিয়ে তাকে বিচার করা উচিত নয়। আর যে বলে সে আউট হয়েছে সেটাতেও দোষ দেয়ার কিছু নেই। আমি যদি রাব্বির জায়গায় থাকতাম তাহলে প্রত্যাশা করতাম যে আমি সামনের ম্যাচে খেলব। বাকিটা তো নির্বাচক, টিম ম্যানেজম্যান্টের ব্যাপার। আমি রাব্বি হিসেবে বলছি, আমার কাছ থেকে অবশ্যই মনে হয় যে আরেকটা সুযোগ প্রাপ্য।’

তবে রাব্বিকে দলের নেয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্বান্ত টিম ম্যানেজমেন্ট নেবে জানিয়ে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘নির্বাচকরা আছেন, টিম ম্যানেজম্যান্ট আছে। একা দায়িত্ব নিয়ে আর খেলানোর সিদ্ধান্ত নেওয়া যায় না। আমরা নিকট অতীতে সব খেলোয়াড়কে ব্যাকআপ করেছি। যতটুকু সম্ভব চেষ্টা করেছি। যেহেতু ব্যাকআপ করেছি, এখনও করছি তাই তাকে পূর্ণ সমর্থন দিতেই হবে। যতদূর সম্ভব তাকে সহযোগিতা করা হবে।’

প্রথম ম্যাচ জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডে জিতলেই সিরিজ জিতে নিবে বাংলাদেশ। এ অবস্থায় দলে কোন পরিবর্তন আসতে পারে কি-না এমন প্রশ্নের উত্তরে মাশরাফি বলেন, ‘একাদশের ব্যাপারে বলা এখনও কঠিন। শান্ত, আরিফ ও রনি বাইরে আছে। এটা সিরিজ নির্ধারণী ম্যাচ। হঠাৎ করে তাদের সরিয়ে দেওয়া কঠিন। সব মিলিয়ে কোচ, নির্বাচকদের মতামতটা কি সেটা আলোচনার ব্যাপার। এখনও বেশ সময় আছে। আলোচনা হয়তো অনুশীলনের পর অথবা সন্ধ্যার পর হতে পারে। এখনই আসলে বলা কঠিন।’

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে জিম্বাবুয়ের কাছে কোন ম্যাচ হারেনি বাংলাদেশ। তাই দ্বিতীয় ওয়ানডে নিয়ে বেশ সর্তক টাইগাররা। এমনটা বললেন বাংলাদেশ দলপতি মাশরাফি, ‘সিরিজের প্রথমটি জিতে আমরা এগিয়ে আছি। যেকোনো দলের জন্য এটি বাড়তি সুবিধা। তারপরও আমরা সর্তক।’

Bootstrap Image Preview