Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ম্যাচ ফিক্সিং সনাক্তে ভারতের সহায়তা চাইলেন রানাতুঙ্গা

বিডিমর্নিং : স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০১৮, ০৭:৫১ PM আপডেট: ২৩ অক্টোবর ২০১৮, ০৭:৫১ PM

bdmorning Image Preview


বিশ্বে ক্রিকেটের মান নষ্ট করছে ম্যাচ ফিক্সিংয়ের কালো ছায়া। সম্প্রতি আল জাজিরা তাদের তথ্যচিত্রে অভিযোগ করেছে, বিশ্ব ক্রিকেটে হরহামেশাই চলছে স্পট ফিক্সিং। আর এই ফিক্সিং তদন্তে ভারতের গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (সিবিআই) সাহায্য চাইলেন শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা।

ক্রিকেট ছেড়ে রাজনীতিতে অংশ নেয়া রানাতুঙ্গা এখন শ্রীলঙ্কার একজন সংসদ সদস্য। সাবেক এই তারকা ক্রিকেটার সোমবার ভারত থেকে দেশে ফিরে বলেছেন, ‘আমাদের দেশে ক্রিকেট দুর্নীতি সামলানোর মতো বিশেষজ্ঞ বা অভিজ্ঞ কেউ নেই। তাই আমি ভারতের সাহায্য চেয়েছিলাম। আমার অনুরোধ শুনেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সিবিআইয়ের সঙ্গে যোগাযোগ করিয়ে দেন।’

রানাতুঙ্গা মনে করছেন, ক্রিকেট দুর্নীতির তদন্তে সিবিআই অনেকভাবেই সাহায্য করতে পারে।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ইতিমধ্যেই শ্রীলঙ্কা ক্রিকেটের দুর্নীতি নিয়ে তদন্ত শুরু করেছে। ম্যাচ ফিক্সিং নিয়ে শ্রীলঙ্কার বেশ কয়েকজন সাবেক তারকার নামও জড়িয়েছে।

এই পরিস্থিতিতে রানাতুঙ্গা বলেছেন, ক্রিকেট দুর্নীতি আটকাতে আইন তৈরি করার ক্ষেত্রেও আমরা ভারতের সাহায্য পাব।

ম্যাচ ফিক্সিং নিয়ে পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার শোয়েব আখতার টুইটারে লেখেন, ম্যাচ গড়াপেটা নিয়ে খুব হৃদয়বিদারক খবর পাওয়া যাচ্ছে আল জাজিরা চ্যানেলে। বিশ্বের বেশির ভাগ দেশই নাকি ম্যাচ গড়াপেটায় যুক্ত। এই অভিযোগ শুনতে খুবই খারাপ লাগছে।

Bootstrap Image Preview