Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ওয়ানডের পর এবার টি-টোয়েন্টি দলে ফিরলেন মালিঙ্গা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০১৮, ০২:২৫ PM আপডেট: ২৩ অক্টোবর ২০১৮, ০২:২৫ PM

bdmorning Image Preview


দীর্ঘ এক বছরের বেশি সময় পরে শ্রীলঙ্কান টি-টোয়েন্টি দলে ফিরলেন ফাস্ট বোলার লাসিথ মালিঙ্গা। এর আগে দেড় বছরের বেশি সময় পর ওয়ানডে দলে ফিরেছিলেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটিতে তিনি সঙ্গী হিসেবে পাচ্ছেন দুশমন্থ চামিরা, ইসুরু উদানা ও নুয়ান প্রদীপকে।

নিয়মিত অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস না থাকায় এ ম্যাচে লঙ্কানদের নেতৃত্বে থাকবেন থিসারা পেরেরা। যদিও ১৫ সদস্যের এই দলে আছেন টেস্ট ও ওয়ানডে অধিনায়ক দিনেশ চান্দিমাল।

দলে নেওয়া হয়েছে সর্বশেষ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে শ্রীলঙ্কার নেতৃত্বে দেওয়া কামিন্দু মেন্ডিসকে। সিনিয়র দলের হয়ে তিনি এর আগে কোনো ম্যাচ খেলেননি। আগামী ২৮ অক্টোবর কলম্বোতে মুখোমুখি হবে দু’দল।

শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দল: থিসারা পেরেরা, দিনেশ চান্দিমল, নিরোশান ডিকভেল, কুলস পেরেরা, কুলস মেন্ডিস, ধনাঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা, কামিন্দু মেন্ডিস, ইসুরু উদানা, লাসিথ মালিঙ্গা, দুশমন্থ চামিরা, আকিলা ধনাঞ্জয়া, কাসুন রাজিথা, নুয়ান প্রদীপ, লক্ষন সন্দাকান।

Bootstrap Image Preview