Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মিরপুরের উইকেট মাশরাফির কাছেও আনপ্রেডিকটেবল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ অক্টোবর ২০১৮, ০৬:৪৮ PM আপডেট: ২০ অক্টোবর ২০১৮, ০৬:৪৮ PM

bdmorning Image Preview


মিরপুরের উইকেট যখন তখন অক্টোপাসের মত রঙ বদলায়।কখন যে কোন ধরনের আচরণ করবে এটা বলা মুশকিল।এই বাউন্স, তো এই লো।এই মাঠে ১০০’র নিচে ৫ বার অল আউট হওয়ার অতীত আছে বাংলাদেশের। ৫৮ রানে ২ বার অল আউটের লজ্জাও আছে। যার জন্য অনেকবার এই উইকেট নিয়ে বেশ সমালোচনা হয়েছে।তাই এই উইকেট টাইগার দলপতি মাশরাফি বিন মর্তুজার কাছে  আনপ্রেডিকটেবল উইকেট বলে মনে হয়।

আগামীকাল থেকে শুরু হচ্ছে জিম্বাবুয়ের বিপক্ষে টাইগারদের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।সিরিজের প্রথম ম্যাচ হবে মিরপুর স্টেডিয়ামে।তাই ম্যাচের আগে আজ এক সংবাদ সম্মেলনে মাশরাফির কাছে উইকেটের প্রত্যাশা কেমন জানতে চাওয়া হয়।

এমন প্রশ্নের জবাবে টাইগার দলপতি জানান,মিরপুরের উইকেট সম্পর্কে ভবিষ্যতবাণী করা খুবই কঠিন, আমরা সবাই জানি। মিরপুরের উইকেট ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন আচরণ শুরু করে। আগে থেকে বলা খুবই কঠিন হবে। তবে প্রত্যাশা তো অবশ্যই করছি, সাধারণত ২৫০-৬০ রান হলে ম্যাচ ভাল হয়, আগে ব্যাট করা দলের জেতার সুযোগ বেশি থাকে। শুরুতেই যে স্লো বা টার্ন হবে, এমন আশা অবশ্যই করছি না। ভাল উইকেটে খেলতে চেয়েছি, এখন ভাল উইকেট হলেই হয়। কিন্তু মিরপুরের উইকেট তো, আগে থেকে অনুমান করা একটু কঠিন।

Bootstrap Image Preview