Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিশ্বকাপের ‘ব্যাক-আপ’ খেলোয়াড় নিয়ে মাশরাফির পরিকল্পনা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ অক্টোবর ২০১৮, ০৬:০৩ PM আপডেট: ২০ অক্টোবর ২০১৮, ০৬:০৩ PM

bdmorning Image Preview



তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদদের বিকল্প ক্রিকেটার এখনও তৈরি হয়নি বাংলাদেশে।তাই আসন্ন  বিশ্বকাপের ব্যাক-আপ খেলোয়াড়ের পরিকল্পনা করছেন টাইগার দল্পতি মাশরাফি বিন মর্তুজা। তাঁর এই পরিকল্পনার যাত্র শুরু জিম্বাবুয়ে সিরিজ দিয়ে। কারণ বিশ্বকাপের আগে টাইগাররা তিনটি দেশের বিপক্ষে সিরিজ খেলতে পারবেন। এই সিরিজ গুলোর মধ্যেই মাশরাফিকে খুজে বের করতে হবে দলের ব্যাক-আপ খেলোয়াড়। 
বিশ্বকাপ সামনে রেখে মাশরাফির নিজস্ব কিছু পরিকল্পনা আছে কি না। আর তা যদি থেকেই থাকে তাহলে তার বাস্তবায়ন কি এই সিরিজ থেকেই? এমন প্রশ্নের জবাবে ম্যাশ বলেন,আল্লাহ যদি সবাইকে বাঁচিয়ে রাখে কিছু প্লেয়ার আছে আপনার চিন্তা করার সুযোগ নেই সেখানে। নাম বললে হয়তো বা সাকিব, মুশফিক, তামিম, রিয়াদের ক্ষেত্রে হয়তো আমাদের চিন্তা করার সুযোগ কম। একই সাথে মোস্তাফিজ আছে লিটন আছে মোস্তাফিজ আছে; এরাও ভাল করছে। তবে একটি কথা আগেও বলেছি ব্যাকআপ প্লেয়ার আমাদের অনেক শর্ট্। বিশেষ আন্তর্জাতিক ক্রিকেটে পারফর্ম করার মতো ব্যাকআপ।
‘এখন আস্তে আস্তে ঘরোয়া ক্রিকেটে শক্তিশালী হচ্ছে বা ক্রিকেটাররাও নিজে থেকে খেলতে চাচ্ছে। এরকম খেলতে থাকলে সুযোগ তৈরী হবে এবং ব্যাকিআপ প্লেয়ার তারাতারি চলে আসবে। সেই ক্ষেত্রে আমি মনে করি কিছু পজিশন আছে সেখানে বিশ্বকাপের কথা যদি চিন্তা করি সাইফউদ্দীন অবশ্যই সেটা। ফজলে রাব্বি অবশ্যই সেটা।
‘কারণ সাকিবের যদি আল্লাহ না করুক সমস্যা হয়ে যায়, এখন ওসমস্যায় আছে। তো কাউকে না কাউকে লেফ্ট হ্যান্ড স্পিন ও ব্যাটসম্যান আমাদের চিন্তা করতে হতে পারে। এই ছোট ছোট জায়গাগুলো। অবশ্য এত কম সময়ে সেটাও না। কিন্তু সুযোগগুলো আমাদের দেখতে হবে, নিতে হবে।সেই সব জায়গা চিন্তা করেই কিন্তু এরা ১৫ সদস্যে এসেছে। একই সময়ে এটাও ঠিক আন্তর্জাতিক ম্যাচগুলো হারা যাবে না। সো আমাদের আরো হিসেবি হতে হবে। এবং ফার্স্ট এলিভেন সেভাবেই সেট করতে হবে। আস্তে আস্তে একজন দুইজন করে হয়তো বা আমাদের দেখতে হবে।

Bootstrap Image Preview