Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পূজার ছুটিতে ক্যাম্প করার অনুভূতি ‘এক্সিলেন্ট’ লিটন দাস

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০১৮, ০৪:৩৯ PM আপডেট: ১৬ অক্টোবর ২০১৮, ০৪:৩৯ PM

bdmorning Image Preview


পেশাদার ক্রিকেট বলে কথা।যার জন্য অনেক কিছুই বিলিয়ে দিতে হয়।পরিবার প্রিয় জনদের ছেড়ে থাকতে হয় দিনের পর দিন।কিন্তু কি করার?মুখ বুঝে মেনে নিতে হয় সব কিছু।শুরু হয়েছে সনাতন ধর্মঅবলম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা।আর এই পূজায় বাড়ি যেতে পারছে না টাইগার দলের ওপেনিং ব্যাটসম্যান লিটন দাস।পরিবারের সবাই যখন দূর্গা পূজার আনন্দ করছেন তখন মিরপুরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামার আগে নিজেকে প্রস্তুত করছেন লিটন দাস।

পূজার ছুটিতে ক্যাম্প করার অনুভূতি জনাওতে চাওয়া হলে বলতে গিয়ে হেসেই ফেললেন লিটন।দেখে বুঝায় যাচ্ছিলো জোর করেই হাসছেন।তার চোখ বলে দিচ্ছিলো পরিবার ও পূজার আনন্দ কতটা মিস করছেন।তিনি বলেন,এক্সিলেন্ট, খুব ভাল (হাসি)। না, তেমন না। গত দুই বছর ধরে তো মাঠেই ছিলাম। এখন দেশে, দুই বছর দেশের বাইরে ছিলাম। এটা নিয়ে বলার কিছু নেই। পেশাদার প্লেয়ারদের একটু ছাড় দিতেই হবে।

সেই সাথে জানিয়ে দিলেন জিম্বাবুয়ে সিরিজে প্রত্যাশার চাপ কেমন আছে, এটা তো অবশ্যই। কিছু পেতে হলে তো কিছু দিতেও হবে। আমিও জানি যে আমাকে রান করতে হবে। দলের সদস্যরাও চাইবে, যেহেতু আমি ভাল খেলেছে সেটা যেন ধরে রাখি। এটা দুই দিক দিয়েই থাকবে।
 

Bootstrap Image Preview