Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

এশিয়া কাপের বিতর্কিত আউট নিয়ে মুখ খুললেন লিটন দাস

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০১৮, ০৩:১৬ PM আপডেট: ১৬ অক্টোবর ২০১৮, ০৪:৪০ PM

bdmorning Image Preview


দুবাইতে শেষ হওয়া এশিয়া কাপের ফাইনাল ম্যাচে ভারতের বিপক্ষে লিটন দাসের স্ট্যামপিং আউট নিয়ে চারিদিকে বেশ সমালোচনা হয়েছে।হয়তো টাইগার ক্রিকেটভক্তরা এখনো এই আউট মেনে নিতে পারেনি। এই আউট নিয়ে কোন খেলোয়াড়ও কথা বলেননি।এবার সেই আউট নিয়ে কথা বললেন লিটন দাস নিজেই।

আসন্ন জিম্বাবুয়ে সিরিজের জন্য শুরু হয়েছে টাইগারদের অনুশীলন ক্যাম্প।আজ দ্বিতীয় দিনের অনুশীলনে মাঠে নামার আগে সাংবাদিকদের মুখোমুখি হন লিটন দাস। সেখানে তাকে এশিয়া কাপের সেই বির্তক স্ট্যামপিং আউট প্রসঙ্গে জানতে চাওয়া হয়।
জবাবে লিটন বলেন,হ্যাঁ, আরও কিছুক্ষণ খেলতে পারলে ভাল হত। দলের জন্য ও আমার জন্য। আর আউট নিয়ে কিছু বলার নেই। আম্পায়ার যেহেতু আউট দিয়েছে, সেটা আউটই।

আসন্ন জিম্বাবুয়ে সিরিজে ইনজুরির কারনে খেলছেন না তামিম ইকবাল।তাই ওপেনিং এখন সিনিয়র ব্যাটসম্যান লিটনকেই বলা যায়।তাই নতুনদের সাথে সিনিয়র বিষয়টা কিভাবে দেখছেন ? জানতে চাওয়া হলে তিনি আরও বলেন,আমিও যে দলে নিয়মিত ছিলাম, তাও না। তামিম ভাই ছিল নিয়মিত। তাঁর সাথে সাথে সবাই আসা যাওয়ার মধ্যে ছিল। আমি নিয়মিত হওয়ার কোন সুযোগই ছিল না। আমার সাথে যে সঙ্গী হবে, সেও নতুন হবে, আমিও নতুন। হ্যাঁ, আত্মবিশ্বাসের জায়গা থেকে একটু ভাল জায়গায় আছো হয়তো। কিন্তু আমি আগেও বলেছি, প্রতিটা ম্যাচ নির্ভর করে সেই দিনের ওপরে। হতে পারে পরের ম্যাচে আমি শুন্যও করতে পারি। সেই আকাশ ছোয়া আত্মবিশ্বাস নিয়ে কোন লাভ নেই’।

Bootstrap Image Preview