Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আসন্ন বিপিএলে থাকছে না চিটাগাং ভাইকিংস

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ অক্টোবর ২০১৮, ১০:১২ AM আপডেট: ০২ অক্টোবর ২০১৮, ১০:১২ AM

bdmorning Image Preview


বিপিএলের ষষ্ঠ আসর থেকে সড়ে দাঁড়ানোর সিদ্ধোন্ত নিয়েছে চিটাগাং ভাইকিংস। বিসিবি'কে চিঠি দিয়ে ব্যাপারটি জানিয়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।বিপিএল গভর্নিং কাউন্সিলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ সোহেল বিদেশি সংবাদ মাধ্যম ক্রিকবাজকে এমনটাই জানিয়েছেন।

শেখ সোহেল জানান, এক ই-মেইল বার্তায় আসন্ন টুর্নামেন্টে অংশগ্রহণ করতে অপারগতা জানিয়েছে তারা। তবে এ নিয়ে আমরা দুই পক্ষ আলোচনায় বসে শেষ সিদ্ধান্ত নেবো। তাদের কাছে জানতে চাওয়া হবে শেষ সময়ে এসে তারা কেন টুরামেন্ট থেকে সড়ে দাড়ানোর সিদ্ধান্ত নিলো।

চিটাগাং ভাইকিংসের ফ্র্যাঞ্চাইজি মালিক বর্তমানে বিদেশে রয়েছেন। শেখ সোহেল আশা প্রকাশ করে বলেছেন, ‘আমরা তাদের ফ্র্যাঞ্চাইজি মালিকের দেশে ফেরা পর্যন্ত অপেক্ষা করবো। তারা শেষ পাঁচ বছর ধরে আমাদের সঙ্গে আছে। তাই আশা করছি শেষ পর্যন্ত আমরা তাদের বিপিএলের অংশ গ্রহণের বিষয়ে বোঝাতে সক্ষম হবো।’

শেখ সেলিম আরো জানান, ‘আমি নিশ্চিত নই তাদের জায়গায় নতুন ফ্র্যাঞ্চাইজি যুক্ত করা সম্ভব হবে কিনা। সেক্ষেত্রে হয়তো আমাদের ছয় দল নিয়েই টুর্নামেন্ট করতে হবে।’

বিপিএলের নতুন আসর আগামী ৫ জানুয়ারি মাঠে গড়ানোর কথা।

Bootstrap Image Preview