Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মালিকের ক্যাচ নেওয়া প্রসঙ্গে নিজেকে সৌভাগ্যবান বলছেন মাশরাফি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০১৮, ১২:৩৫ PM আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০১৮, ১২:৩৮ PM

bdmorning Image Preview


গতকাল বুধবার এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। ডু অর ডাই ম্যাচে বাংলাদেশের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন মুশফিকর রহিম ও মুস্তাফিজুর রহমান। কিন্তু একইসঙ্গে অধিনায়ক মাশরফি মুর্তাজার গুরুত্বপূর্ণ ক্যামিও পাক ব্যাটিং অর্ডারের সবচেয়ে অভিজ্ঞ এবং ক্রমশ বিপজ্জনক হয়ে ওঠা শোয়েব মালিককে আউট করে ম্যাচে ফিরিয়ে এনেছিল বাংলাদেশকে।

বাংলাদেশের রান তাড়া করতে নেমে শুরুতে কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়ার পর দলের ইনিংসের হাল ধরেন শোয়েব মালিক। একটা সময় যখন ক্রমশ বিপজ্জনক হয়ে উঠছিলেন তিনি, ঠিক তখনই বাংলাদেশের পেসার রুবেল হোসেনের বলে আউট হন শোয়েব। উইকেটটার কৃতিত্ব যতটা না রুবেলের তার চেয়ে বেশি মাশরাফির।

ইনিংসের ২১ তম ওভারে পাকিস্তানের রান তখন ৩ উইকেটে ৮৫। শোয়েব রুবেলের বল মিড উইকেটে ড্রাইভ করেন। চোখের পলকে পাখির মতো ছোঁ মেরে মাশরফির ক্যাচ পাক শিবিরকে হতভম্ব করে দেয়।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে ধারাভাষ্যকার রমিজ রাজা ক্যাচটি নিয়ে প্রশ্ন করলেন টাইগার অধিনায়ককে। হাঁটুতে এতো এতো কাটা দাগ, ওভাবে ঝাঁপালেন কিভাবে? মাশরাফি বললেন, ‘আমি সৌভাগ্যমান যে ওটা ফেলে দেইনি। কারণ শোয়েব মালিক খুব ভালো ফর্মে আছে। যদি তখন সে আউট না হতো আমার মনে হয় ম্যাচ শেষ করে আসতো। আমি মনে করি আমি সৌভাগ্যবান।’

Bootstrap Image Preview