Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সেঞ্চুরি মিস করার হতাশা নিয়ে যা বললেন মুশফিক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০১৮, ১১:০৯ AM আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০১৮, ১১:০৯ AM

bdmorning Image Preview


বুধবার রাতে পাকিস্তানের বিপক্ষে ১১৭ বলে ৯৯ রানের ইনিংস খেলেছেন মুশফিকুর রহিম। যা বাংলাদেশকে ২৩৯ রানের লডাকু সংগ্রহ এনে দেয়। দিনে শেষে বাংলাদেশ দাপটের সঙ্গে ম্যাচটি জিতেছে। কিন্তু বাংলাদেশের ক্রিকেট ভক্তদের মনে ১ রানের জন্য মুশফিকের সেঞ্চুরি মিস করার দৃশ্যটা একটু হলের আক্ষেপের জন্ম দিয়েছে। এটা নিয়ে মুশফিকে নিজে কি ভাবছেন সেটা জানিয়েছেন ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে।

ইনিংসের ৪২তম ওভারে শাহিন আফ্রিদির ইনসুইঙ্গারে ৯৯ রানে ব্যাট করা মুশফিকের ব্যাট ছুয়ে বল চলে যায় উইকেটকিপার সরফরাজ খানের হাতে। তামিমের পর এশিয়া কাপে দুই সেঞ্চুরির মালিক হওয়ার পথে থাকা মুশফিককে চোখে মুখে একরাশ হতাশ নিয়েই ফিরতে হয় প্যাভিলনে।

আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে সেঞ্চুরি মিসের হতাশা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার হতাশাটা খুব বেশি ছিল। আমি ড্রেসিংরুমে গিয়েও বলছিলাম, সেট ব্যাটসম্যান হিসেবে আমার কমপক্ষে ৪৮ ওভার পর্যন্ত খেলা দরকার ছিল। ডেথে তাদের যে বোলিং কোয়ালিটি, নতুন ব্যাটসম্যানের জন্য রান করা কঠিন। আমরা কোনোমতে শেষ ২০ ওভারে ১০০ করেছি। সম্ভবত ১১০-এর মতো করি। তাই এটা আমার জন্য ভীষণ হতাশাজনক ছিল। তবে আমি মনে করি, দলের জয়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

তিনি আরো বলেন, ‘সত্যি করে বলতে, জয়ের পর আমার আর খারাপ লাগছে না। আমি জানি না আপনারা জানেন কি না, আমি সবসময়ই বিশ্বাস করি দল সবার আগে। যদি আমি সেঞ্চুরি করতাম, আমরা ২৬০ করতাম, কিন্তু ম্যাচটা হেরে যেতাম! আমার কিন্তু তখন ভালো লাগতো না। এটা শুধু মুখে বলছি না, মন থেকেই বলছি।’

উল্লেখ্য বাংলাদেশের ক্রিকেটি ইতিহাসে মুশফিকই প্রথম ক্রিকেটার যিনি ১ রানের জন্য সেঞ্চুরি মিস করলেনে। শচীন টেন্ডুলকার সর্বোচ্চ ৩ রান ৯৯ রানে আউট হওয়ার তালিকায় প্রথম স্থানে রয়েছেন। তার পরেই ২ রান এমন হতাশার শিকার রয়েছেন সনৎ জয়সুরিয়া।

Bootstrap Image Preview