Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সাম্প্রতিক পরিসংখ্যানে এগিয়ে বাংলাদেশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০১৮, ০৭:১০ AM আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০১৮, ০৭:১০ AM

bdmorning Image Preview


আবুধাবিতে আজ পাকিস্তান-বাংলাদেশ ম্যাচ এশিয়া কাপের অলিখিত সেমিফাইনাল। পাকিস্তান এবং বাংলাদেশ সুপার ফোরে আফগানদের হারিয়েছে কিন্তু দু'দলই ভারতের কাছে হেরেছে। তাই আজ যে জিতবে ফাইনালে ভারতের বিরুদ্ধে শুক্রবার তারাই মাঠে নামবে। চলতি এশিয়া কাপের আসর দিয়েই তিন বছর পর আবার এশিয়ার দুই শক্তি একে অপরের বিরুদ্ধে যুদ্ধে নামছে ফাইনালের জন্য।

আত্ববিশ্বাসের দিকে ধেতে বেশ পিছিয়ে আছে পাকিস্তান। শেষ ম্যাচে ভারতের কাছে তারা শোচনীয় ভাবে হেরে গেছে। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে কোনো ডিপার্টমেন্টেই জ্বলে উঠতে পারছে না তারা। ভারতের বিরুদ্ধে যেভাবে একের পর এক ক্যাচ হাতছাড়া করে ম্যাচ হারতে হয়েছে পাকিস্তানকে তাতে বাংলাদেশের বিরুদ্ধে ফিল্ডিংয়ে উন্নতি না করতে পারলে যে দুঃখ আছে সেটা ভালো মতোই বুঝতে পারছে পাকিস্তান টিম ম্যানেজমেন্ট। সব মিলিয়ে বাংলাদেশের বিরুদ্ধে নামার আগে বেশ চিন্তায় পাক শিবির।

অন্যদিকে সুপার ফোরে ভারতের কাছে হারলেও অাফগানিস্তানের কাছে শ্বসরুদ্ধকর জয় দিয়ে নতুন করে আত্ববিশ্বাস সঞ্চার করছে বাংলাদেশ দল। বোলিংয়ে উন্নতি করলেও ব্যাটিং নিয়ে কিছুটা অস্বস্থিতে রয়েছে মাশরাফিরা। তবে আজ তারা ব্যাটিংয়ে দু;চিন্তা কাটিয় উঠতে পারে। তাই আজ বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে একটি জমজমাট ম্যাচই দেখার আশায় ক্রিকেট বিশ্ব।

পরিসংখ্যানের দিকে থেকে বেশ এগিয়ে আছে পাকিস্তান। দুই দল এখন পর্যন্ত ওয়ানডে খেলেছে ৩৫টি। বাংলাদেশের ৪ জয়ের বিপরীতে পাকিস্তানের জয় ৩১ ম্যাচে। ৪টি জয়ের শেষ ৩টি জয়ই এসেছে ২০১৫ সালে ঢাকায় পাকিস্তানকে ৩-০ ব্যবধানে হারিয়েছিল মাশরাফির দল। এর আগে ২০১৪ এশিয়া কাপ ও ২০১২ এশিয়া কাপে পাকিস্তান ও বাংলাদেশ মুখোমুখি হয়, যেই দুটি ম্যাচ খুব সামান্য ব্যবধানে হেরে যায় বাংলাদেশ।

Bootstrap Image Preview