Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

লেবাননে ভারী লোহা পড়ে বাংলাদেশির মৃত্যু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ এপ্রিল ২০১৯, ১০:৩৬ AM
আপডেট: ১০ এপ্রিল ২০১৯, ১০:৩৬ AM

bdmorning Image Preview


লেবাননের জাহেলিতে ক্রেন থেকে ভারী লোহা পড়ে মামুনুর রশীদ (৩১) নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। মামুনুর রশীদ ফরিদপুরের নগরকান্দা থানার মাসুদ মোল্লার ছেলে।

মামুনুর রশীদ ও তার ভাগিনা মিরান হোসেন জাহেলিতে একসঙ্গে ‘দালাল’ নামে একটি ওয়ার্কশপে কাজ করতেন।

জানা যায়, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে কোম্পানিতে কর্মরত অবস্থায় ক্রেন থেকে ভারী লোহা পড়লে মারাত্মক জখম হন তিনি। পরে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে আছে।

২০১৭ সালে কোম্পানি ভিসায় লেবাননে আসেন মামুনুর রশীদ। পরিবারে তার মা-বাবা ও স্ত্রীসহ তিন বছরের একটি কন্যাসন্তান রয়েছে।

এদিকে তার মৃত্যু সংবাদে পরিবারে শোকের ছায়া নেমে আসে। মরদেহ বাংলাদেশে পরিবারের কাছে পাঠানোর ব্যবস্থা করার জন্য তার বাবা মাসুদ মোল্লা বৈরুত দূতাবাসের কাছে আবেদন জানিয়েছেন।

Bootstrap Image Preview