Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জেল-জরিমানা ছাড়াই দেশে ফিরতে পারবেন অবৈধ বাংলাদেশিরা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ এপ্রিল ২০১৯, ০৮:২২ PM
আপডেট: ০৬ এপ্রিল ২০১৯, ০৮:২২ PM

bdmorning Image Preview
সংগৃহীত


জেল-জরিমানা ছাড়াই দেশে ফিরে যেতে পারবেন জর্ডানে অবৈধভাবে বসবাসরত বাংলাদেশি কর্মীরা। আম্মানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

গত বৃহস্পতিবার দূতাবাসের প্রথম সচিব মোহাম্মদ মনিরুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, যে সকল বাংলাদেশি প্রবাসীরা দেশে যেতে ইচ্ছুক তারা দূতাবাসের সাথে যোগাযোগ করে দেশে যেতে পারবেন।

এ প্রক্রিয়ার আওতায় এখনও পর্যন্ত প্রায় দুই হাজার বাংলাদেশি দূতাবাসে নাম নিবন্ধনের মাধ্যমে দেশে ফেরত গিয়েছেন।

গত বছরের ১২ ডিসেম্বর দেশটিতে বসবাসরত অবৈধ প্রবাসীদের সাধারণ ক্ষমা ঘোষণা করে এক রাজকীয় ফরমায়েশ জারি করে জর্ডান সরকার। এবং প্রবাসীদের নিজ দেশে এবং দেশটিতে বৈধ হওয়ার জন্য সুযোগ দেন। নিদিষ্ট সময়ের আওতায় যারা বৈধ হতে পেরেছেন তাদের অনেকে নিজ দেশে ফিরে গেছেন। আবার অনেকে জর্ডানে থেকে গেছেন। কিন্তু যারা এই সময়সীমার মধ্যে কাগজপত্র করে বৈধ হতে পারেননি তারা এখনও অবৈধ অবস্থায় রয়েছেন।

Bootstrap Image Preview