Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

লন্ডনে দুই বাংলাদেশির কারাদণ্ড

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ এপ্রিল ২০১৯, ০২:০০ PM
আপডেট: ০৪ এপ্রিল ২০১৯, ০২:০০ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


যুক্তরাজ্যে মাদকদ্রব্য সরবরাহের সঙ্গে জড়িত থাকার অভিযোগে জয়নাল আবেদিন (২৪) ও সামুন মিয়া (২৮) নামে দুই বাংলাদেশিকে কারাদণ্ড দিয়েছে আদলত।

বুধবার (৪ এপ্রিল) লন্ডনের স্নেয়ারসব্রুক ক্রাউন কোর্ট এই আদেশ দিয়েছেন। 

লন্ডন পুলিশের অভিযোগ, কারাদণ্ডপ্রাপ্ত দুই জনই একটি সংঘবদ্ধ মাদক কারবারির সাথে যুক্ত। সমন্বিত প্রচেষ্টায় মাধ্যমে তাদের গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ।

অভিযোগে আরো বলা হয়, তাদের এই মাদক সরবরাহ গ্রুপে মোট সদস্য সংখ্যা ২২ জন। যার মধ্যে ৩ জন নারীও রয়েছে। পুরো গ্রুপটি পূর্ব লন্ডনে মাদক ব্যবসার সাথে জড়িত।

মাদক কারবারির দায়ে অভিযুক্ত জয়নাল আবেদিনকে আদালত ৪ বছরের কারাদণ্ড দিয়েছেন। অন্যদিকে আরেক অভিযুক্ত সামুন মিয়াকে ৩ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। তাদের দুজনের বিরুদ্ধেই হিরোইন ও কোকেন সরবরাহের অভিযোগ আনা হয়েছে।

Bootstrap Image Preview