Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দক্ষিণ আফ্রিকায় শরীয়তপুরের ব্যবসায়ী জহিরকে কুপিয়ে হত্যা

আসাদ গাজী, শরীয়তপুর প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৪ মার্চ ২০১৯, ০৯:৫৪ AM
আপডেট: ০৪ মার্চ ২০১৯, ০৯:৫৪ AM

bdmorning Image Preview


দক্ষিণ আফ্রিকার রাজধানী কেপটাউনে স্থানীয় এক যুবকের ছুরিকাঘাতে জহিরুল ইসলাম হাওলাদার (৪৬) নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন।  

শনিবার (২ মার্চ) দুপুরে কেপটাউনের ক্রাই ফনটেইনে এ ঘটনা ঘটে। নিহত জহির শরীয়তপুর সদর উপজেলার মাহমুদপুর গ্রামের সাদেক আলী হাওলাদের ছেলে। তিনি দক্ষিণ আফ্রিকার কেপটাউন শাখা আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।

কেপটাউন শহরে বসবাসরত অন্যান্য বাঙালি ও নিহত জহিরের পরিবার সূত্রে জানা যায়, জহির ২০০২ সালে সে দেশ যান। প্রায় সতের বছর ধরে কেপটাউন শহরে ব্যবসা করছেন। শনিবার সকালে স্থানীয় এক মাতাল আফ্রিকান জহিরকে গালিগালাজ করতে থাকে। জহির এর প্রতিবাদ করলে সে পকেটে থাকা ছুরি দিয়ে জহিরকে এলোপাতাড়ি আঘাত করে। এতে জহিরের মৃত্যু হয়।

কেপটাউন শহরের ব্যবসায়ী শরীয়তপুরের আলমগীর হোসেন জানান, শনিবার সকালে স্থানীয় এক আফ্রিকান মাতাল অবস্থায় জহিরের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়ে। একপর্যায়ে সে জহিরকে ছুরিকাঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। সঙ্গে সঙ্গে জহিরকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহতের লাশ বর্তমানে কেপটাউনের টাইগারবাম হাসপাতালে পুলিশের দায়িত্বে রয়েছে। আঘাতকারী ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

নিহতের স্ত্রী নাসিমা আক্তার বিডি মর্নিংকে বলেন, আমি আমার স্বামীর মুখটা শেষবারের মতো দেখতে চাই। আপনারা আমার স্বামীর লাশটা আনার ব্যবস্থা করে দেন। 
 

Bootstrap Image Preview