Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দক্ষিণ আফ্রিকায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

এস আই রনি, দক্ষিণ আফ্রিকা প্রতিনিধি
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারী ২০১৯, ১২:৩৯ PM
আপডেট: ২৫ ফেব্রুয়ারী ২০১৯, ১২:৩৯ PM

bdmorning Image Preview


দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ হাই কমিশনের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

রবিবার (২৪ ফেব্রুয়ারি) স্থানীয় সময় বিকেল ৩টায় দক্ষিণ আফ্রিকায় অবস্থিত বাংলাদেশ হাই কমিশনের উদ্যোগে বাংলাদেশী প্রবাসী ও বিশিষ্ট জনদের নিয়ে পালিত হয় অমর একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

অনুষ্ঠানের প্রথম দিকে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি আবদুল হামিদের পক্ষ থেকে বাণী পাঠ করে শুনান মান্যবর হাই কমিশনার সাব্বির আহমেদ চৌধুরী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বাণী পাঠ করে শুনান বাংলাদেশ হাই কমিশন দক্ষিণ আফ্রিকার কাউন্সেলার খালেদা বেগম।

অনুষ্ঠানে মান্যবর হাই কমিশনার সাব্বির আহমেদ চৌধুরী তার বক্তব্যে অমর একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য ও বাঙ্গালী জাতির গৌরবময় অর্জন তুলে ধরেন। অনুষ্ঠানে সাম্প্রতিক ঘটে যাওয়া ঢাকা চকবাজারে অগ্নিকাণ্ডে নিহত ও আহতদের স্বরণে এক মিনিট দাড়িয়ে শ্রদ্ধা জানিয়ে নিরবতা পালন ও নিহতদের রূহের মাগফিরাত কামনা করা হয়।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলা প্রেসক্লাব দক্ষিণ আফ্রিকার ভারপ্রাপ্ত সভাপতি মোশাররফ হোসেন, বিশিষ্ট গণিতজ্ঞ রফিক সাহেব, ডাক্তার রিয়াজ খান, ডাক্তার ফয়সাল দক্ষিণ আফ্রিকা আওয়ামী লীগেরর সভাপতি ডাঃ লুৎফুর রহমানসহ সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিগণ।

বক্তব্য শেষে আয়োজন করা হয় মনোজ্ঞ বাংলা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সম্মিলিতভাবে শহীদের শ্রদ্ধায় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। 

Bootstrap Image Preview