Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রিয়াদে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা

সাইদুল ইসলাম সুমন, সৌদি আরব প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:৪৩ PM
আপডেট: ২৪ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:৪৪ PM

bdmorning Image Preview


রিয়াদে সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরামের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ ফেব্রুয়ারি) ফ্রেন্ডস রেস্টুরেন্ট হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, ফোরামের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা ওমর ফারুক।

আলোচনা সভায় বক্তারা ভাষা শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং চকবাজারে অগ্নিদগ্ধ হয়ে নিহতদের জন্য দোয়া করেন। 

বক্তারা আশাপ্রকাশ করেন, বাংলা ভাষা ও বাংলাদেশের জন্য যারা প্রাণ দিয়েছেন তাদের অবদান স্মরণ করে দলমত নির্বিশেষে সবাই বাংলাদেশকে এগিয়ে নিতে অবদান রাখবেন। প্রবাসে আইনের প্রতি সম্মান রেখে দেশের সম্মান অক্ষুণ্ন রাখবেন।

উক্ত আলোচনা সভায় ফোরামের সহ সভাপতি জহির উদ্দিন মনিরের সঞ্চালনায় সভাপতি নুরুল আনোয়ারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেনী ফোরামের প্রধান পৃষ্ঠপোষক মোতাহের হোসেন লিটন।  

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অন্যতম সদস্য আবদুল হালিম, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ রিয়াদের বাংলা বিভাগের প্রভাষক ও ফেনী ফোরামের কার্যনির্বাহী সদস্য দিলওয়ার হোসাইন।

বক্তব্য রাখেন, ফেনী ফোরামের সহ সভাপতি আবদুল্লাহ ফারুক, সহ সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মজুমদার, সহ সাংগঠনিক আবদুল আহাদ নয়ন প্রমুখ।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শিমুল, সহ সাধারণ সম্পাদক জালাল আহম্মদ, সহ সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, অর্থ সম্পাদক আবদুল বাতেন, সহ অর্থ সম্পাদক আবদুল আউয়াল আলমগীর, প্রচার সম্পাদক : শাহজাহান সাজু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ফজলুল হক মল্লিক প্রমুখ।

Bootstrap Image Preview