Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশির ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাট

এস.আই রনি, দক্ষিণ আফ্রিকা প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৫ জানুয়ারী ২০১৯, ০৫:২৪ PM
আপডেট: ২৫ জানুয়ারী ২০১৯, ০৫:৫৫ PM

bdmorning Image Preview


বছরের শুরুতেই দক্ষিণ আফ্রিকার পুমালাঙ্গায় শুরু হয়েছে বাংলাদেশিসহ বিদেশিদের দোকানে স্থানীয় কৃষ্ণাঙ্গদের হামলা।     

বুধবার (২৩ জানুয়ারি) থেকে দক্ষিণ আফ্রিকার পুমালাঙ্গা শহরের মুরাগজন লোকেশন থেকে এর উৎপত্তি। যা এখন পুরো পুমালাঙ্গা অঞ্চলে চড়িয়ে পড়ছে। দক্ষিণ আফ্রিকায় স্থানীয় কৃষাঙ্গরা প্রায় বিভিন্ন ইস্যুতে আন্দোলন করে। কিন্তু আন্দোলন করতে গিয়ে তারা ভিনদেশীদের দোকানে বা ব্যবসায়ীক প্রতিষ্ঠানকে টার্গেট করে হামলা করে এবং সর্বস্ব লুটে করে নেয়।

চলমান আন্দোলনের মূল ইস্যু, স্থানীয় কৃষ্ণাঙ্গরা তাদের নাগরিক সেবা ও প্রাপ্য অধিকার পাচ্ছে না। সরকার তাদের এইসব দাবি পূরণ না করায় তারা বিক্ষুদ্ধ হয়ে প্রবাসীদের দোকানপাটে হামলা, ভাংচুর, লুটপাট এবং অগ্নিসংযোগ করছে বলে খবর পাওয়া গেছে।

ইতিমধ্যে বাংলাদেশিদের ৩টি এবং পাকিস্তানিদের ১টি দোকানসহ অন্য দেশিয়দের দোকানপাটে হামলা, ভাংচুর, লুটপাট এবং অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। পরিস্থিতি ক্রমেই প্রতিকূলতা সৃষ্টি করছে। পরিস্থিতি সামাল দিতে না পেরে স্থানীয় পুলিশ প্রশাসন মাইকিং করে প্রবাসী ব্যবসায়ীদের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পূর্ব পর্যন্ত দোকানপাট বন্ধ রাখার এবং নিরাপদ স্থানে চলে যাওয়ার অনুরোধ করেন। 

এমন পরিস্থিতিতে বাংলাদেশি প্রবাসীরা দুর্বিষহ অতিবাহিত করছেন। জীবনের ঝুঁকি নিয়ে অনেকে এখনো দোকান বন্ধ করে ভিতরে অবস্থান করছেন। পরিস্থিতির স্বাভাবিক ও নিরাপত্তার জন্য দক্ষিণ আফ্রিকার সরকার এবং বাংলাদেশি এম্বাসেডর এর নিকট অনুরোধ করেন। 

Bootstrap Image Preview