Bootstrap Image Preview
ঢাকা, ০১ বুধবার, মে ২০২৪ | ১৮ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কুয়েতে বাংলাদেশিদের দোকান ভাঙচুর, গ্রেফতার ৪০

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ জানুয়ারী ২০১৯, ০৭:১২ PM
আপডেট: ১৬ জানুয়ারী ২০১৯, ০৭:১৩ PM

bdmorning Image Preview


কুয়েতের হাসাবিয়ায় হকার উচ্ছেদে অভিযান চালিয়েছে ফারওয়ানিয়া জেলা মিউনিসিপালটি কর্তৃপক্ষ। এসময় অনেক বাংলাদেশির দোকান ভাঙা হয়, যাদের মধ্যে বেশিরভাগই অবৈধ। এছাড়াও বাংলাদেশিসহ ৪০ জনকে আটক করেছে দেশটির প্রশাসন।

গত বৃহস্পতিবার দেশটির হাসাবিয়া এলাকায় হকার উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধ ব্যবসায়ীদের আটক করা হয়। তবে কতজন বাংলাদেশি আটক হয়েছে এখনো জানা যায়নি।

জানা গেছে, কুয়েতের হাসাবিয়ায় অনেক অবৈধ বাংলাদেশি ফুটপাতের উপরে দোকান বসিয়ে ব্যবসা করে। যেটা দেশটির নিয়ম অনুযায়ী অবৈধ। জেলা মিউনিসিপালটি কর্তৃপক্ষ মাঝে মাঝে উচ্ছেদ অভিযান পরিচালনা। ব্যবসায়ীদের অধিকাংশই ফ্রি আকামাধারী (অবৈধ)।

ফারওয়ানিয়া পৌরসভা শাখার পাবলিক স্যানিটেশন এবং রোড ডিপার্টমেন্টে জরুরি দলের সহযোগিতায় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তায় বিভিন্ন অপরাধ ও রাস্তায় প্রকাশ্যে মালামাল বিক্রিতে তাদের উপর অভিযোগ আনা হয়।

পৌরসভার ব্যবস্থাপনা বিভাগের পরিচালক সাদ আল-খেরিং প্রেস বিবৃতিতে জানান, দেশের পরিছন্নতা, পরিবেশ, নিরাপত্তা ও স্বাস্থ্যগত বিষয়ে এমন অভিযান পরিচালনা করা হয়।

তিনি জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘যারা স্বেচ্ছায় আইন লঙ্ঘন করে, তাদের দৃশ্যের ছবি বা ভিডিও ধারণ করে পৌরসভার সোশ্যাল মিডিয়ায় পাঠানো হয় ইন্সপেক্টরদের সহযোগিতা করার জন্য।

Bootstrap Image Preview