Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দ. আফ্রিকায় বিজয় দিবসে বাঙালিদের গোল্ডকাপ টুর্নামেন্ট

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০১৮, ০৭:৩১ PM
আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৮, ০৭:৩৪ PM

bdmorning Image Preview


১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে দক্ষিণ আফ্রিকায় সাউথইস্ট ক্রিকেট গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দক্ষিণ আফ্রিকার জোহানসবার্গ ক্রিকেট গ্রাউন্ডে জমকালো আয়োজনে অনুষ্ঠিত ৪৮তম বিজয় দিবস উদযাপন উপলক্ষে সাউথইস্ট ক্রিকেট গোল্ড কাপ টুর্নামেন্টের আয়োজন করা হয়। আফ্রিকা বাংলা মিডিয়া করপোরেশন এ টুর্নামেন্টের আয়োজন করে।

এতে নর্থওয়েস্ট ইলেভেন মাফিকিং'কে ৫ উইকেট হারিয়ে টুর্নামেন্ট চ্যাম্পিয়ন শিরোপা জয় করেন ইয়েস্টেরাজ ক্রিকেট ক্লাব। শুরুতে মোট ২০টি টিম অংশ নেয়।

টুর্নামেন্টের গ্রান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের চিফ গেস্ট হিসেবে উপস্থিত ছিলেন, সাউথ আফ্রিকা ক্রিকেট বোর্ডের লাইফ মেম্বার ক্রীড়া ব্যক্তিত্ব মি. হোসেইন আইয়ুব। দক্ষিণ আফ্রিকায় এটিই প্রথম বাংলাদেশিদের নিয়ে এমন আয়োজন।

টুর্নামেন্ট চেয়ারম্যান নোমান মাহমুদ বলেন, আগামীতে আমরা আরো বড় পরিসরে এই টুর্নামেন্ট আয়োজন করবো। বিদেশের মাটিতে এমন আয়োজনে প্রবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আমরা অভিভূত। তাই সকল অংশগ্রহণকারী টিম ও সকল দর্শকদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

Bootstrap Image Preview