Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জেনে নিন কিউই ফলের উপকারিতা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০১৮, ০৮:১৩ PM
আপডেট: ১৪ অক্টোবর ২০১৮, ০৮:১৩ PM

bdmorning Image Preview


কিউই আমাদের দেশে খুব বেশি পাওয়া না গেলেও আজকাল এই ফলের সাথে অনেকেই পরিচিত। বড় বড় সুপার শপগুলোতে ইদানিং এই ভিনদেশী ফলটি দেখতে পাওয়া যায়। কিউই শুধু দেখতেই সুন্দর না, গুনেও ভরপুর।

আসুন আজ জেনে নিই কিউই ফলের অজানা সব তথ্য-

রোগ প্রতিরোধ করে-
কিউই ফলে আছে প্রচুর পরিমানে ভিটামিন সি আর অ্যান্টি অক্সিডেন্ট। যা আমাদের শরীরের জন্য দারুন উপকারী । ভিটামিন সি আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। যাদের শরীরে ভিটামিন সি এর ঘাটতি আছে তারা এই ফলটি খেতে পারেন।

ডায়াবেটিসে দারুন উপকারী-
লো গ্লাইসেমিক ইনডেক্সের কারনে কিউই ডায়াবেটিস রোগীদের জন্য আদর্শ ফল। লো গ্লিসেমিক হওয়ার কারণে কিউই সুগার কন্ট্রোল করে। টাইপ টু ডায়াবেটিস রোগীদের জন্য ওজন নিয়ন্ত্রণ করা ভীষণ জরুরী। কিউই ফলে প্রচুর পরিমানে ফাইবার থাকায় এই ফল ওজন নিয়ন্ত্রণ করতেও দারুন ভাবে সাহায্য করে।

হার্ট ভাল রাখতে সাহায্য করে-
নরওয়ের ওসলো বিশ্ববিদ্যালয়ের গবেষণা থেকে জানা যায় যে সারাদিনে ২-৩ টি কিউই খেলে রক্তে ফ্যাটের পরিমান কমানো যায় , ফলে ব্লকেজ প্রতিরোধ করা সম্ভব হয়। কলার পরে সবথেকে বেশি পটাশিয়াম রয়েছে কিউইতে। পটাশিয়াম ব্লাড প্রেসার নরমাল রাখতে সাহায্য করে। এছাড়া কিউইতে রয়েছে ম্যাগনেসিয়াম , ম্যাগনেসিয়াম ও হার্ট ভাল রাখে।

দৃষ্টি ভাল রাখে-
কিউইতে রয়েছে ল্যুটিন অ্যান্টিঅক্সিডেণ্ট। ল্যুটিন চোখ ভাল রাখতে ও বয়সজনিত কারনে চোখের বিভিন্ন সমস্যা প্রতিরোধ করতে সাহায্য করে।

গর্ভবতী নারীদের জন্যও দারুন উপকারী-
কিউইতে যথেষ্ট পরিমানে ফোলেট রয়েছে। সেল ডেভলপমেন্টের জন্য ফোলেট দারুন উপকারী। তাই গর্ভবতী মহিলাদের ডায়েটে কিউই ফল রাখতে পারেন।

১টি কিউই ফলে রয়েছে-
ভিটামিন সি – ৫৭ মিলিগ্রাম
পটাশিয়াম – ২৫২ মিলিগ্রাম
ভিটামিন ই - .৮৫ মিলিগ্রাম
ডায়েটারি ফাইবার – ২.৫৮ মিলিগ্রাম
ম্যাগনেসিয়াম – ২২ মিলিগ্রাম

কিউই খাওয়ার কিছু টিপস-
- কিউই এমনিতেই ছুরি দিয়ে খেতে পারেন । ছুরি দিয়ে গোল করে টুকরা করে খেয়ে দেখুন , ভাল লাগবে।
- গ্রিন সালাদে ছোট টুকরা করে কেটে কিউই মিশিয়ে খেয়ে নিন।
- কিউই , স্ত্রবেরি ও আরও কিছু ফল কেটে সাথে টক দই দিয়ে মিশিয়ে ফ্রিজে রেখে ঠাণ্ডা করে খেতে পারেন।
- কিউই , কমলা ও আনারস একসাথে মিশিয়ে চাটনি বানাতে পারেন । খেতে দারুন লাগবে ।
- কিউই ছোট টুকরা করে কেটে সামান্য বিট লবন আর চিনি দিয়ে ব্লেন্ডারে জুস বানিয়ে খেতে পারেন । চমৎকার লাগবে ।

Bootstrap Image Preview