Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

স্পেনের মাদ্রিদে বিয়ানীবাজারবাসীর ইফতার ও দোয়া মাহফিল

কবির আল মাহমুদ, স্পেন প্রতিনিধি
প্রকাশিত: ১৭ মে ২০১৯, ০২:৪৩ PM
আপডেট: ১৭ মে ২০১৯, ০২:৪৩ PM

bdmorning Image Preview


স্পেনের রাজধানী মাদ্রিদে বিয়ানীবাজারবাসীর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাদ্রিদের শাহজালাল লতিফিয়া ফুলতলী বাংলাদেশ জামে মসজিদে আয়োজিত ইফতার মাহফিলে মাদ্রিদের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার (১৬মে) অনুষ্ঠিত ওই ইফতার মাহফিলে বাঙালি মুসলমান ছাড়াও বিভিন্ন কমিউনিটির রোজাদার ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ইফতার ও দুয়া মাহফিলের সার্বিক  তত্ত্বাবধানে কমিউনিটি নেতা শাহ জামাল আহমদ, আব্দুল কায়ূম মাসুক, গৌছ উদ্দিন প্রমুখ।

দোয়া ও ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন এ সময় উপস্থিত ছিলেন গ্রেটার সিলেট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন পংকি, শাজালাল জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মাও খলিলুর রহমান, আসাদুজ্জামান সাদ, মাও মিসবাহ আহমদসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কিতিক সংগঠনের সংগঠনের নেতৃবৃন্দ।

ইফতারের পূর্বে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করেন মাওলানা আজমল হোসেন ও মাওঃ আতিকুর রহমান। আলোচনা শেষে সংগঠনের পাশাপাশি মুসলিম উম্মাহর জন্য বিশেষ মোনাজাত করা হয়। এ সময় রোজাদারদের জন্য দেশিয় ইফতারি পরিবেশন করা হয়।

ইফতার অনুষ্ঠানের পরে বিয়ানীবাজারবাসীর পক্ষ থেকে ইফতারে অংশগ্রহণকারী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নেতৃবৃন্দ।

Bootstrap Image Preview