Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ইতালিতে বৈরী পরিবেশেও উৎসবমুখর বাংলা নববর্ষ

কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশিত: ১৫ এপ্রিল ২০১৯, ০২:৪৩ PM
আপডেট: ১৫ এপ্রিল ২০১৯, ০২:৪৩ PM

bdmorning Image Preview


বাংলা নববর্ষ এখন আর দেশের গণ্ডির মধ্যেই সীমাবদ্ধ নয়। ছড়িয়ে পড়ছে বিশ্বের নানা প্রান্তে। গতকাল ইতালির রাজধানী রোমে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে বাংলার ঐতিহ্য বাংলা নববর্ষ ১৪২৬ উদযাপিত হয়েছে।

নববর্ষ উপলক্ষে ইতালি মহিলা সংস্থার আয়োজনে বাংলাদেশ সমিতির সার্বিক তত্ত্বাবধানে রবিবার রোমের ব্যস্ততম এলাকা লারগো প্রেনেসতে বৈশাখ উদযাপন করা হয়।

অনেকটা দেশের মতো করে সেজেগুজে বাংলাদেশিরা অনুষ্ঠানে আসেন। পুরুষরা পায়জামা, পাঞ্জাবি ও নারীরা লাল শাড়িতে বেশ চমৎকার পরিবেশন করে যেন প্রবাসে নয় দেশেই বৈশাখের কোনো অনুষ্ঠানে তারা উপস্থিতি হয়েছেন।

সকাল গড়িয়ে দুপুর হতেই প্রবাসীরা লারগো প্রেনেসতের দিকে ছুটতে দেখা গিয়েছে। আবালবৃদ্ধ, শিশু কিশোররাসহ বিভিন্ন বয়সের বিভিন্ন শ্রেণির পেশার মানুষের উপস্থিতি বৈশাখের অনুষ্ঠানকে আরও বেশি প্রাণবন্ত করে তুলে।

অনুষ্ঠানের মধ্যে শুভেচ্ছা বক্তব্য দেন, ইতালি মহিলা সংস্থার সভাপতি শান্তা সিকদার,
সাবেক বাংলাদেশ সমিতির সভাপতি নুরে আলম সিদ্দিকী বাচ্চু, বাংলাদেশ সমিতির বর্তমান সভাপতি হাসানুজ্জামান কামরুল, সাধারণ সম্পাদক আবুল কালাম সায়মন, মানিকগঞ্জ জেলা সমিতির সভাপতি নায়েব আলী, বাংকার সমিতির সভাপতি সাফওয়াত হোসেন, আবুল কালাম প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন মহিলাসংস্থার সাধারণ সম্পাদক সৈয়দা আরিফা, সাংগঠনিক সম্পাদক রুপালী গমেস, শাহিনা মান্নানসহ আরো অনেকে। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যায় স্থানীয় শিল্পীরা গান ও নৃত্য পরিবেশন করেন।

এদিকে স্থানীয় সময় সকাল দশটায় রোম বাংলাদেশ দূতাবাসের আয়োজনে নববর্ষবরণ উদযাপন করা হয়েছে। উল্লেখ্য, বৈরী আবহাওয়ার কারণে দিনব্যাপী অনুষ্ঠানে অনেকটা বিঘ্ন ঘটে।

প্রবাসী বাংলাদেশিরা জানান, বৃষ্টির কারণে আনন্দঘন পরিবেশটা খানিকটা নষ্ট হয়েছে। এরমধ্যে অনেককে আবার বৃষ্টি উপেক্ষা করে অনুষ্ঠানের আনন্দ উপভোগ করতে দেখা যায়।

Bootstrap Image Preview