Bootstrap Image Preview
ঢাকা, ০১ বুধবার, মে ২০২৪ | ১৮ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিশ্বকাপ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ইকুয়েডরকে ঘুষ দিয়েছে কাতার!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২২, ১১:৩২ AM আপডেট: ১৯ নভেম্বর ২০২২, ১১:৩২ AM

bdmorning Image Preview


কাতারে বিশ্বকাপ আয়োজন নিয়ে শুরু থেকেই চলছে বিতর্ক। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ মাঠে গড়ানোর ঠিক তিন দিন আগে এবার অভিযোগ উঠল বড় কেলেঙ্কারির। উদ্বোধনী ম্যাচে জয় পেতে ইকুয়েডরকে ঘুষ দিয়েছে স্বাগতিকরা, স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার প্রতিবেদনে উঠে এসেছে এমন অভিযোগ।

ক্রীড়া বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ইভেন্ট ফুটবল বিশ্বকাপের ২২তম আসর আয়োজন নিয়ে শুরু থেকেই কাতারের বিরুদ্ধে উঠেছে একের পর এক অভিযোগ।

মধ্যপ্রাচ্যে প্রথমবারের মতো ফুটবল দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর, ফিফা বিশ্বকাপ আয়োজন নিয়ে রোমাঞ্চের চেয়েও বিতর্কটাই বেশি। ঘুষ দিয়ে বিশ্বকাপ আয়োজন, বিশ্বকাপের সূচি পরিবর্তন, মানবাধিকার লঙ্ঘনসহ একাধিক অভিযোগ কাতারের বিরুদ্ধে শুরু থেকে করে আসছে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা।

আরও পড়ুন: মেসিকে নিয়ে যা ভাবেন রোনালদো

এরপর ফিফা সেসব বিতর্ক ভুলে ফুটবলকে উপভোগ করার আহ্বান জানিয়েছিল। কিন্তু এবার যে অভিযোগ এসেছে তাতে দুইদিন আগে বিশ্বকাপের মঞ্চ পরিবর্তন না হলেও, বড় বিপদে পড়তে পারে স্বাগতিক কাতার।

সৌদি আরবে ব্রিটিশ কেন্দ্রের আঞ্চলিক পরিচালক ও রাজনৈতিক বিশেষজ্ঞ আমজাদ তাহার বরাত দিয়ে বৃহস্পতিবার (১৭ নভেম্বর) স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানায়, বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের ফল নিজেদের পক্ষে আনার জন্য ইকুয়েডরের আটজন ফুটবলারকে আর্থিক ঘুষ দিয়েছে কাতার! আগামী রোববার (২০ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ১০টায় সে ম্যাচে ইকুয়েডরের মুখোমুখি হবে কাতার।

আমজাদ জানান, উদ্বোধনী ম্যাচের ফল নিজেদের পক্ষে আনার জন্য কাতার ইকুয়েডরের আট ফুটবলারকে ৭.৪ মিলিয়ন ডলার ঘুষ দিয়েছে। বাংলাদেশি মুদ্রায় যা ৭৬ কোটি ৫ লাখ টাকার বেশি। কাতার ও ইকুয়েডর দলের নির্ভরযোগ্য সূত্র আজদাকে বিষয়টি নিশ্চিত করেছে বলে তিনি জানান। আমজাদ ফিফার এই দুর্নীতি নিয়ে বিশ্বকে প্রতিরোধ করতে বলেন।

নির্ভরযোগ্য সূত্র থেকে আমজাদের পাওয়া তথ্য অনুযায়ী, কাতারের বিপক্ষে ইকুয়েডরকে এক গোলের ব্যবধানে হেরে যাওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। ম্যাচের একমাত্র গোল হবে দ্বিতীয়ার্ধে। অর্থাৎ কাতার ম্যাচটি জিতবে ১-০ গোলের ব্যবধানে।

‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ মাঠে গড়ানোর আর খুব বেশি সময় হাতে নেই। প্রথম বারের মতো বিশ্বমঞ্চে অভিষেক হবে কাতারের। এমন সময় স্বাগতিক দেশটির সরকার বা ফুটবল ফেডারেশন এ বিষয়ে কথা বলতে চান না বলে মার্কা তাদের প্রতিবেদনে জানিয়েছে।

Bootstrap Image Preview