Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বার্ষিক আয়ের তালিকায় শীর্ষে মেসি, বেশ পিছিয়ে নেইমার-রোনালদো

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ এপ্রিল ২০১৯, ০১:৪৭ PM আপডেট: ০৩ এপ্রিল ২০১৯, ০১:৪৭ PM

bdmorning Image Preview


ক্রিস্তিয়ানো রোনালদোকে পেছেনে ফেলে আবারও বর্ষসেরা পারিশ্রমিকপ্রাপ্ত ফুটবলার হলেন লিওনেল মেসি। ফ্রেঞ্চ ফুটবল এই তালিকা প্রকাশ করেছে। তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন নেইমার। 

তালিকায় দেখানো হয়েছে গত বছর ১৩০ মিলিয়ন ইউরো আয় হয়েছে মেসির। ১৭ মিলিয়ন ইউরো কম নিয়ে দু' নম্বরে রোনালদো। তবে নারী ফুটবলারদের আয়ের সঙ্গে যা আকাশ-পাতাল ব্যবধান। মাত্র ৪ লাখ ইউরো আয় করে নারী ফুটবলারের তালিকার শীর্ষে থাকা অলিম্পিক লিঁওর এডা হেবার্বার্গ। মেসির চেয়ে তার পারিশ্রমিক ৩২৫ ভাগ কম।

একশো মিলিয়নের বেশি আয় কেবল এই দুই সেরা তারকার। সাড়ে ৯১ মিলিয়ন নিয়ে তিনে নেইমার। আর মেসি অপেক্ষা নেইমারের বার্ষিক আয়ের ব্যবধানটা ৩৯ মিলিয়ন ডালার কম। আর রোনালদো অপক্ষো সেটি ২২ মিলিয়ন ডলার কম। ফ্রেঞ্চ ফুটবলের প্রকাশিত এই তালিকার চার ও ৫ নম্বরে অ্যান্তোয়েন গ্রিয়েজম্যান ও গ্যারেথ বেল।

বছর সেরা পারিশ্রমিকপ্রাপ্ত কোচের তালিকায় আছে চমক। ৪১ মিলিয়ন ইউরো আয়ে তালিকার শীর্ষে অ্যাটলেটিকো কোচ দিয়েগো সিমিওনে।

পরের দুই অবস্থানে বরখাস্ত হওয়া হোসে মরিনিও ও থিয়েরি অঁরি। সাবেক ম্যান ইউ কোচ মরিনিও আয় ৩১ মিলিয়ন আর ছাঁটাই হওয়া অঁরির আয় সাড়ে ২৫ মিলিয়ন। তালিকার চার ও পাঁচ নম্বরে ম্যান সিটির পেপ গার্দিওলা ও বার্সেলোনার আর্নেস্তো ভালভার্দে।

Bootstrap Image Preview