Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রিয়ালকে লজ্জার হাত থেকে বাঁচালেন বেনজামা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ এপ্রিল ২০১৯, ১০:৫৯ AM আপডেট: ০১ এপ্রিল ২০১৯, ১০:৫৯ AM

bdmorning Image Preview


তুলনামূলক দূর্বল দল হুয়েস্কার বিপক্ষে ম্যাচের শেষ মুহূর্তে জয় পেয়েছে জিদানের রিয়াল মাদ্রিদ। করিম বেনজেমার গোলে অবশ্য ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে জিনেদিন জিদানের শিষ্যরা।

সান্তিয়াগো বার্নাব্যুকে ম্যাচের ৩ মিনিটেই পিছিয়ে পড়ে রিয়াল মাদ্রিদ।তবে সমতায় ফিরতে বেশিক্ষণ সময় নেয়নি রিয়াল। ২৫তম মিনিটে দলের পক্ষে প্রথম গোলটি করেন স্প্যানিশ মিডফিল্ডার ইস্কো অ্যালার্কন।১-১ সমতায় শেষ হয় ম্যাচের প্রথমার্ধ।

বিরতির পর ৬২ মিনিটে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। গোল করেন দানি সেবালোস। এ সময় ডানদিকে লাফিয়ে উঠে করিম বেনজেমার নেওয়া শটে গোললাইনের উপরে ডান পা লাগিয়ে জালে পাঠান সেবালোস।

৭৪তম মিনিটে স্বদেশি মিডফিল্ডার মোই গোমেজের ক্রস দুর্দান্ত এক হেডে স্কোরলাইন ২-২ করেন স্প্যানিশ ডিফেন্ডার হাভিয়ের। এরপর আক্রমণ বাড়ালেও গোলে দেখা পাচ্ছিল না রিয়াল।

এ সময় অনেকের ধারণা করেছিল সমতা নিয়েছে হয়তো মাঠ ছাড়তে হচ্ছে রিয়ালকে। শেষ দিকে দলের ত্রাতা হিসেবে আবির্ভূত হন বেনজেমা। ম্যাচের ৮৯ মিনিটে দারুণ এক শটে দলের জয় সূচক গোলটি করেন তিনি।

 

এই জয়ের ফলে ২৯ ম্যাচ থেকে ৫৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। ৫৯ পয়েন্ট নিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ রয়েছে দ্বিতীয় স্থানে। ৬৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বার্সেলোনা।
 

Bootstrap Image Preview