Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শুরু না হতেই তীব্র সমালোচনার জন্ম দিলো আইপিএল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ মার্চ ২০১৯, ০৪:৩৪ PM আপডেট: ২৯ মার্চ ২০১৯, ০৪:৩৪ PM

bdmorning Image Preview


শুরু হতে না হতেই চরম বিতর্কের জন্ম দিলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর দ্বাদশ আসর। আর এই বিতর্ক যেন পিছু ছাড়ছে না। খেলা যত বাড়ছে ততই জন্ম হচ্ছে নতুন বিতর্কের।

গত সপ্তাহে সোমবার রাতে নিজেদের প্রথম ম্যাচে  জয়পুরে বাটলারকে মানকাডিং আউট করেন অশ্বিন৷ স্পোটিং স্পিরিট ভুলে আইপিএলে প্রথমবার এমন রান আউট নিয়ে বিতর্ক৷ 

ক্রিকেটের রুলবুক মেনে আউট করলেও অশ্বিনের মানসিকতা নিয়ে ক্রিকেটমহলে জোর সমালোচনা চলছে৷ কেউ তাঁর পক্ষে কেউ বা বিপক্ষে৷ ঘটনার পর ৭২ ঘন্টা কেটে গেলেও মানকাডিং আউট নিয়ে বিতর্কের আঁচ এখনও থামেনি৷

কাট টু বেঙ্গালরু৷ অশ্বিন বিতর্কের ছাই চাপা আগুন নেভার আগেই বৃহস্পতিবার আরও এক বিতর্কের জন্ম দিয়ে গেল দ্বাদশ আইপিএল৷

বৃহস্পতিবার রাতে  মুম্বই বনাম ব্যাঙ্গালুরুর থ্রিলার ম্যাচের ভাগ্য গড়ায় শেষ বল পর্যন্ত৷ ১৮৮ রান তাড়া করতে নেমে শেষ ওভারে ব্যাঙ্গালোরের দরকার ছিল ১৭ রান৷ ক্রিজে তখন ধ্বংসাত্মক এ’বি ডিভিলিয়ার্স ও সিভম দুবে৷ মালিঙ্কার শেষ ওভারের প্রথম বলেই ছয় হাঁকিয়ে লড়াই জমিয়ে দেন দুবে৷ শেষ পাঁচ বলে দরকার তখন ১১ রান৷ এরপর টানা চার বলে চারটি সিঙ্গল খরচ করেন মালিঙ্গা৷ ম্যাচ জিততে হলে মালিঙ্গার শেষ বলে আরসিবি’র দরকার ছিল ৭ রান৷ শেষ বলে ক্রিজে তখন তরুণ শিবম দুবে৷

ম্যাচের ভাগ্য নির্ণায়ক সেই শেষ বলে রান খরচ না করে মুম্বইয়কে ৬ রানে ম্যাচে জেতান মালিঙ্গা৷ আর এখানেই কাহিনী মে টুইট৷

আশ্চর্যজনকভাবে ম্যাচের শেষ বল করার সময় ওভারস্টেপ করেন মালিঙ্গা৷ উত্তেজক ম্যাচের সেই মুহূর্তটি মিস করেন অন-ফিল্ড আম্পায়ার৷ ভুল বুঝে ওঠার আগে অবশ্য মুম্বই দল সেলিব্রেশন করতে করতে মাঠ ছেড়ে ফেলেছে৷ পুরো ঘটনা জানতে পেরে মাঠেই মেজাজ হারিয়ে মাথা নাড়তে নাড়তে ক্ষোভ উগরে দেন বিপক্ষ আরসিবি অধিনায়ক বিরাট কোহলি৷

Bootstrap Image Preview