Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

স্থায়ীভাবে ম্যানইউয়ের দায়িত্ব পেলেন সোলশেয়ার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ মার্চ ২০১৯, ১০:১৮ AM আপডেট: ২৯ মার্চ ২০১৯, ১০:১৮ AM

bdmorning Image Preview


অন্তর্বর্তীকালীন সময়ে যা দেখিয়েছেন তাতে স্থায়ীভাবে পদটা পাকাপাকি হওয়া ছিল সময়ের ব্যাপার। অ্যালেক্স ফার্গুসনের পর হারিয়ে যাওয়া সুখের সময় ফিরিয়ে আনায় ম্যানচেস্টার ইউনাইটেডের কর্তাব্যক্তিদের এনিয়ে খুব একটা ভাবতেও হয়নি। তিন বছরের চুক্তিতে তাই রেড ডেভিলদের কোচের পদটা স্থায়ী হল ওলে গানার সলশেয়ারের।

হোসে মোরিনহোর বিদায়ের পর চলতি মৌসুমের জন্য ম্যানইউয়ের কঠিন সময়ে দায়িত্ব নেন ওলে গানার সলশেয়ারের। সোলশয়ারের দায়িত্ব নেওয়া পরে  ১৩টি প্রিমিয়ার লিগ ম্যাচ খেলেছে পল পোগবারা। যার  ১০টি জয় উপহার দিয়েছেন তিনি। বর্তমানে লিগ টেবিলে প্রথম চারে রয়েছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগেও পিএসজি’কে হারিয়ে শেষ আটে জায়গা পাকা করে নিয়েছে ম্যান ইউ।

চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালে উঠে লিওনেল মেসির বার্সেলোনার মুখোমুখি হতে পারা অপ্রত্যাশিত সাফল্য। যে ম্যাচ নিয়ে অনেকেই আগাম বলে দিচ্ছেন, সোলশেয়ারের জন্যই বার্সার বিরুদ্ধেও অঘটন ঘটিয়ে আরও বড় চমক সৃষ্টি করতে পারে ম্যান ইউ। 

এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে বার্সেলোনার মুখোমুখি ম্যান ইউ। আগামী শনিবার ওয়াটফোর্ডের বিরুদ্ধে প্রিমিয়ার লিগের লড়াইয়ে নামবে দল। ঠিক তার আগে বৃহস্পতিবার সোলশেয়ারের সঙ্গে স্থায়ী চুক্তি সেরে নিল ক্লাব কর্তৃপক্ষ।

খেলোয়াড় হিসেবে ১১ মৌসুম কাটানো ক্লাবের স্থায়ী কোচ হতে পেরে দারুণ উচ্ছ্বসিত সলশেয়ার, ‘এটা সেই চাকুরি যেটা করার জন্য আমি সবসময় স্বপ্ন দেখেছি। লম্বা সময় দায়িত্ব পাওয়ায় আমি দারুণ খুশি।’

‘এই ক্লাবে যখন পা ফেলেছিলাম তখন থেকেই মনে হয়েছে এটা আমার বাড়ি। ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড় হিসেবে খেলতে পারাটা ছিল গৌরবের, এখন কোচ হতে পারায় আমি সম্মানিত। শেষ কয়েকটা মাস এখানে দারুণসব অভিজ্ঞতা হয়েছে।’

Bootstrap Image Preview