Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিশ্বের দ্বিতীয় দামি ডিফেন্ডার হিসেবে বায়ার্নে হার্নান্দেজ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ মার্চ ২০১৯, ০৩:৩১ PM আপডেট: ২৮ মার্চ ২০১৯, ০৩:৩১ PM

bdmorning Image Preview


ক্লাব রেকর্ড পারিশ্রমিকে বায়ার্ন মিউনিখে যোগ দিলেন বিশ্বকাপজয়ী ফুটবলার লুকাস হার্নান্দেজ। ২৩ বছর বয়সি ডিফেন্ডারের ৮০ মিলিয়ন উইরোয় পাঁচ বছরের চুক্তি হয়েছে জার্মান ক্লাবটির। আগামী ১ জুলাই তিনি নতুন ক্লাবে যোগ দেবেন।

অবশ্য মিউনিখে মেডিকেল রিপোর্টে হাঁটুর লিগামেন্টে যখম ধরা পড়ায় সাথে সাথে অস্ত্রোপচার করা হয়। অ্যাটলেটিকো মাদ্রিদে ৬৭ ম্যাচ খেলেছেন তিনি। অভিজ্ঞতা আছে ইউরোপা লিগ আর সুপার কাপ জয়েরও। 

হার্নান্দেজকে দলে নিতে বায়ার্নের খরচ হয়েছে ক্লাব রেকর্ড ৮০ মিলিয়ন ইউরো। এর আগে ২০১৭ সালে লিঁও থেকে করেন্তিন তলিসোকে কিনতে তাদের খরচ হয়েছিল ৪১.৫ মিলিয়ন ইউরো, যা ছিল আগের রেকর্ড।

সব মিলিয়ে বিশ্বের দ্বিতীয় দামি ডিফেন্ডার এখন হার্নান্দেজ। ২০১৭-১৮ মৌসুমে সাউদাম্পটন থেকে ডাচ ডিফেন্ডার ভার্জিল ফন ডাইককে কিনতে লিভারপুল খরচ করেছিল ৮৫ মিলিয়ন ইউরো।

Bootstrap Image Preview