Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘তীব্র বাযু প্রবাহের জন্য আর্জেন্টিনা ভাল খেলতে পারেনি’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ মার্চ ২০১৯, ১০:০৯ AM আপডেট: ২৮ মার্চ ২০১৯, ১০:১০ AM

bdmorning Image Preview


গত সপ্তাহেই রাশিয়া বিশ্বকাপের পরে দেশের জার্সিতে প্রথম বার খেলেছিলেন লিওনেল মেসি। মাদ্রিদে ফিফা ফ্রেন্ডলিতে তবু আর্জেন্টিনা হেরে যায় ভেনেজ়ুয়েলার কাছে ৩-১ গোলে। সে সময় আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি বলেছিলেন, মেসিই পারেন জাতীয় দলকে উদ্বুদ্ধ করতে। 

মঙ্গলবার তারা খেলল মরক্কোর সঙ্গে। মেসি না খেললেও মরক্কোর তাঞ্জেরে আর্জেন্টিনা অবশ্য জিতল। কিন্তু জয়ের গোল পেতে তাদের অপেক্ষা করতে হল ৮৩ মিনিট পর্যন্ত। এ সময় আর্জেন্টিানর হয়ে জয়সুচক একমাত্র গোলটি করেছেন বদলী খেলোয়াড় এঞ্জেল কেরেয়া। এই জয়ের পর আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালনি বলেছেন, তার দলের সোরাটা এখনো বাকী আছে। 

গতকাল আর্জেন্টাইন কোচ বলেন, ‘দলের সেরাটা এখনো বাকী রয়েছে। অন্য দলগুলোর ক্ষেত্রেও এটি বিবেচ্য। কারণ এমন কোন দল নেই যারা নিজেদের শতভাগ দক্ষতা প্রদর্শন করতে পারে।’

তিনি বলেন, ‘তীব্র বাযু প্রবাহের জন্য আর্জেন্টিনা ভাল খেলতে পারেনি। মরোক্কোও একই প্রতিকুলতায় পড়েছিল। তবে কঠোর পরিশ্রমের মাধ্যমে আমরা সফলতা অর্জন করতে পেরেছি। আমরা সবাই জানি, মরোক্কো একটি ভাল দল। তাদের রয়েছে যোগ্যতা সম্পন্ন বেশ কয়েকজন ভাল খেলোয়াড়। তবে এবার তারা ক্ষুধার্ত এক আর্জেন্টিনার মোকাবেলা করেছে। আমরা দলীয় অবস্থানকে সংহত রাখতে খেলার জন্য এবং ফলাফল লাভের জন্য মরিয়া ছিলাম। যেটি আমাদের জন্য যথেষ্ঠ গুরুত্বপুর্ন ছিল।’

Bootstrap Image Preview