Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঢাকাকে হারিয়ে সেমিফাইনালে রাজশাহীর সোনাদিঘি প্রাথমিক বিদ্যালয়

বিডিমর্নিং : মোঃ আব্দুল বাতেন, গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশিত: ২৮ মার্চ ২০১৯, ০৯:৫১ AM আপডেট: ২৮ মার্চ ২০১৯, ০৯:৫৬ AM

bdmorning Image Preview


জাতীয় পর্যায়ে বঙ্গমাতা ফজিলাতুন নেসা ফুটবল গোল্ডকাপ টুর্নামেন্টের প্রথম রাউন্ডে ঢাকা বিভাগকে ৮-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উত্তীর্ণ হয়েছে রাজশাহী বিভাগীয় চ্যাম্পিয়ন গোদাগাড়ী উপজেলার সোনাদিঘি সরকারি প্রাথমিক বিদ্যালয়।

বুধবার (২৭ মার্চ ) বিকাল ৩ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ঢাকা বিভাগীয় চ্যাম্পিয়ন ফরিদপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে।

খেলার নির্ধারিত ৫০ মিনিটের সময়ে প্রথমার্ধে ৪ গোল ও দ্বিতীয়ার্ধে ৪ গোল দেয় রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সোনাদিঘি সরকারি প্রাথমিক বিদ্যালয়।

খেলার প্রথমার্ধে সোনাদিঘি স্কুলের শিক্ষার্থী শ্রাবন্তি, অর্চনা তির্কি, রুপসি তির্কি ও সাকিলা ১ টি করে গোল দিয়ে ৪ -০ গোলে এগিয়ে থাকে। এতে চরম হতশায় পড়ে যায় ঢাকা বিভাগের ফরিদপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। অপরদিকে সোনাদিঘি সরকারি প্রাথমিক বিদ্যালয় খেলার মাঠে দারুন নৈপুণ্যতা দেখিয়ে দর্শকদের নজর কেরে খোশ মেজাজে থাকে।

খেলার দ্বিতীয়ার্ধে আবার খেলা শুরু হলে সোনাদিঘি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার ছন্দ আরো বাড়তে থাকে। এক রকম জয়ের বাঁধভাঙ্গা উল্লাস নিয়ে খেলা করতে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে।

এতে আবারও শ্রাবন্তি, অর্চনা তির্কি ও রিপসি তির্কি ১ টি করে গোল দেয়। অপরদিকে পঞ্চমি ও সাকিলা একটি করে গোল দিয়ে দলকে ৮-০ গোলে নিয়ে গিয়ে জয়ী লাভ করে।

এই সময় সোনাদিঘির খেলোয়ার, ম্যানেজারসহ সকল কর্মকর্তাদের চোখে মুখে উঠে আলোর ঝলকানি। কেননা গত বছর ১২ মে সোনাদিঘি উচ্চ বিদ্যালয়ের ফুটবল টিম অনুর্ধ-১৭ খেলায় ঢাকার বিএফ শাহিন কলেজকে ১-০ গোলে হারিয়ে বিজয়ের মুকুট পড়ে দেশসেরা ফুটবল টিম হিসেবে খ্যাত পাই। এর পরই সোনাদিঘি সরকারি প্রাথমিক বিদ্যালয়টি এবারও চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছে।

রাজশাহী বিভাগের সোনাদিঘি সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দলের ম্যানেজার কল্যানী মিনজি বলেন, অনেক কষ্ট করে আমরা ছেলে মেয়েদের ফুটবল প্রশিক্ষণ দিয়ে খেলাধুলা শেখায়। আমাদের ১৭ জন খেলোয়ারের মধ্যে ১৬ জনই আদিবাসী শিশু। এরা খেলায় বেশ পারদর্শী। আমরা রাজশাহী বিভাগীয় চ্যাম্পিয়ন হয়ে ঢাকায় এসেছি। আমরা আবারও বিজয়ের মুকুট নিয়ে ঘরে ফিরবো বলে আশা প্রকাশ করেন। তিনি সবার নিকট দোয়া চান যাতে করে দেশসেরা হিসেবে পরিচিত হয়ে আপন ঘরে ফিরতে পারে।

খেলায় সেমিফাইনালে উত্তীর্ণ হওয়ায় রাজশাহী -১ গোদাগাড়ীর তানোর আসনের সাংসদ ওমর ফারুক চৌধুরী এই ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন সেই সাথে চ্যাম্পিয়ন হয়ে যাতে ঘরে ফিরতে পারে সেই দোয়া ও আশা প্রকাশ করেছেন।

এছাড়াও গোদাগাড়ী উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ শিমুল আকতার অভিনন্দন জানিয়েছেন।

Bootstrap Image Preview