Bootstrap Image Preview
ঢাকা, ০১ বুধবার, মে ২০২৪ | ১৮ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শেষ প্রীতি ম্যাচে রাতে মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ মার্চ ২০১৯, ০১:১৫ PM আপডেট: ২৬ মার্চ ২০১৯, ০১:১৫ PM

bdmorning Image Preview


আন্তর্জাতিক প্রস্তুতি ম্যাচে আর্জেন্টিনা ও ব্রাজিল ভিন্ন স্বাদ পেয়েছিল। ভেনিজুয়েলার বিপক্ষে ১-৩ গোলে হারে আকাশী-নীলরা। আর পানামার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল ব্রাজিল। সেই অবস্থান থেকে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে মঙ্গলবার রাতে আবার মাঠে নামছে দল দুটি। 

রাত ১টা ৪৫ মিনিটে চেক রিপাবলিকের মুখোমুখি হবে ব্রাজিল। এই ম্যাচে ব্রাজিল চাইবে জয় নিয়ে মাঠ ছাড়তে। অন্যদিকে রাত ১টায় মরক্কোর বিপক্ষে আগের ম্যাচের হার ভুলতে মাঠে নামবে আর্জেন্টিনা। এটিও হতে চলেছে আর্জেন্টিনা দলের আত্ববিশ্বাস ফিরে পাওয়ার লড়াই। 

রাতে মরক্কোর বিপক্ষে আর্জেন্টিনার লড়াইটা সহজ হবে না। কারণ এই ম্যাচে তারা পাচ্ছে না লিওনে মেসিকে। প্রত্যাবর্তনের ম্যাচে হারের সঙ্গে সঙ্গে ঊরুর চোটে পড়ে মরক্কোর বিপক্ষে ম্যাচ থেকে ছিটকে গেছেন ‘এলএম টেন’। আসন্ন কোপা আমেরিকা আসর শুরুর আগে নিজেদেন প্রমাণ করার এটির শেষ সুযোগ আর্জেন্টিনার সামনে।

রাতে অন্য ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার চেয়ে অবশ্য ভালো অবস্থায় আছে ব্রাজিল। তবে বিশ্বকাপ ব্যর্থতা ভুলে টানা ছয় ম্যাচ জেতা ব্রাজিল হোঁচট খেয়েছিল সর্বশেষ ম্যাচে। যেখানে পানামার বিপক্ষে ব্রাজিল ড্র করে ১-১ গোলে। চেকদের বিপক্ষে এখন সেই যন্ত্রণা ভোলার অপেক্ষা সেলেসাওদের।

Bootstrap Image Preview