Bootstrap Image Preview
ঢাকা, ৩০ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আইপিএলে যে বিজ্ঞাপন নিষিদ্ধ হলো

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ মার্চ ২০১৯, ০৫:১২ PM আপডেট: ১৯ মার্চ ২০১৯, ০৫:১২ PM

bdmorning Image Preview


আসন্ন দ্বাদশ আইপিএলের সম্প্রচার স্বত পেয়েছে স্টার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডে। আইপিএল চলাকালীন প্রতিষ্ঠানটি রাজনৈতিক বিজ্ঞাপণ প্রচারের পরিকল্পনা করে কিন্তু  তাদের সেই পরিকল্পনায় জল ঢেলে দিল বিসিসিআই৷  

লোকসভা ভোটের আবহকে ব্যবহার করে বাণিজ্যিক মুনাফা আয়ের জন্য বিপুল সংখ্যক দর্শকদের কাছে রাজনৈতিক বিজ্ঞাপণ পৌঁছে দিতে চেয়েছিলো স্টার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড।

আবেদনও জানায় ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে৷ তবে বিসিসিআই ক্রিকেট ও রাজনীতিকে এক সূত্রে গেঁথে ফেলতে রাজি হয়নি৷ 

বোর্ড তাদের পুরনো অবস্থানে অনড় থেকে টেলিভিশন সম্প্রচারকারী সংস্থাকে স্পষ্ট জানিয়ে দেয়, আইপিওএল চলার সময় স্টার স্পোর্টসের পর্দায় কোনও রকম রাজনৈতিক বিজ্ঞাপণ প্রচার করা যাবে না৷

Bootstrap Image Preview