Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গোল উৎসব করে কোয়াটারে ম্যানসিটি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ মার্চ ২০১৯, ১১:১৯ AM আপডেট: ১৩ মার্চ ২০১৯, ১১:১৯ AM

bdmorning Image Preview


চ্যাম্পিয়ন্স লিগে শালকে-কে নিয়ে ছেলে খেলা করল ম্যাঞ্চেস্টার সিটি। ঘরের মাঠে প্রতিপক্ষকে ৭-০ গোলে হারাল অ্যাগুয়েরোরা। দুই লেগ মিলিয়ে শালকে-কে ১০-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল ম্যাঞ্চেস্টার সিটি। 

বুধবার রাতে ইত্তিহাদে  ম্যাঞ্চেস্টার সিটি শুরু থেকেই আক্রমণে গতি বাড়ালেও প্রথম গোলের দেখা পায় ম্যাচের ৩৫ মিনিটে পেনাল্টি থেকে। বক্সে জেফরি ব্রুমা ফেলে দিলে ভিএআর প্রযুক্তির সাহায্য নিয়ে পেনাল্টির নির্দেশ দেন রেফারি। স্পট কিক থেকে গোল করতে কোনও ভুল করেননি সের্জিও অ্যাগুয়েরো।

তিন মিনিট পরেই, সিটির হয়ে ব্যবধান বাড়ান সেই অ্যাগুয়োরো। ৪২তম মিনিটে আলেকসান্দর জিনচেনকোর পাস থেকে কোনাকুনি শটে জাল খুঁজে নেন লেরয় সানে। 

বিরতি থেকে ফিরে ৫৬তম মিনিটে ব্যবধান শালকের নাগালের বাইরে নিয়ে যান স্টার্লিং। লেরয় সানের বাড়ানো বলে জাল খুঁজে নেন এই ইংলিশ মিডফিল্ডার। লাইন্সম্যান অফসাইডের পতাকা তুললেও রেফারি ভিএআরের সাহায্য নিয়ে গোলের বাঁশি বাজান।

ম্যাচের ৭১তম মিনিটে সানের আরেকটি দুর্দান্ত পাসে পঞ্চম গোলটি করেন সিলভা। সাত মিনিট পর অর্থাৎ ৭৮তম মিনিটে জার্মান মিডফিল্ডারের দুর্দান্ত থ্রু পাসে জাল খুঁজে নেন খানিক আগে বদলি নামা ফোডেন।

৮৪তম মিনিটে দলের সপ্তম গোলটি করেন আগুয়েরোর জায়গায় বদলি নামা গ্যাব্রিয়েল জেসুস। ডি-বক্সের বাইরে থেকে বুলেট গতির বাঁকানো শটে ঠিকানায় বল পাঠান তরুণ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

চলতি মৌসুমে এ নিয়ে ১০ বার পাঁচ বা তার বেশি গোল করল সিটি। চ্যাম্পিয়নস লিগের সবশেষ চার আসরে এনিয়ে তৃতীয়বার শেষ আটে গেল দলটি।

Bootstrap Image Preview