Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রোনালদোর হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন্স লিগের সেরা আটে জুভেন্টাস

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ মার্চ ২০১৯, ০৯:৪২ AM আপডেট: ১৩ মার্চ ২০১৯, ০৯:৪২ AM

bdmorning Image Preview


হ্যাটট্রিক গোল করে অ্যাটলেটিকো মাদ্রিদকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে জায়গা করে নিলে রোনালদোর জুভেন্টাস। দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে জিতে পরের রাউন্ডে ইতালিয়ান জায়ান্টরা।

প্রথম লেগে ২-০ গোলে পিছিয়ে থাকা জুভেন্টস মঙ্গলবার রাতে তুরিনে ফিরতি লেগে আতিথেয়তা দেয়  অ্যাথলেটিকো মাদ্রিদকে। ম্যাচের শুরু থেকেই আধিপত্ত বজায় রেখে খেলতে থাকে জুভেন্টাস। ম্যাচের ২৭ মিনিটে স্বাগতিকদের গোল এনে দেন রোনালদো। ফেদেরিকো বেরনারদেস্কির ক্রস ছোট বক্সের ভেতর থেকে হেডে লক্ষ্যভেদ করেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী। ওই গোলের লিড নিয়েই প্রথমার্ধ শেষ করে স্বাগতিকরা।

তুরিনে দ্বিতীয়ার্ধ শুরুর এক মিনিট বাকি। মাঠে নামার আগে টানেলে শুরু রোনালদোর ছটফটানি। তখনও দুই লেগ মিলিয়ে সমতায় ফিরতে চাই এক গোল। নিজে লাফাচ্ছেন, সঙ্গে দলের প্রত্যেকের কাছে গিয়ে কপালে কপাল ঠুকে মোটিভেশন করছেন। শেষটায় রেফারিকেই সতীর্থ ভেবে ভুল করে গোল চাই বলে গর্জন!

 

বিরতি থেকে ফিরে ৪৯তম মিনিটে দলের লিড দ্বিগুণ করেন সিআরসেভেন। ক্যানসেলোর হাওয়ায় ভাসানো ক্রসে মাথা ছোঁয়ান রোনালদো। সেটা ফিরিয়েও দেন অ্যাথলেটিকোর গোলরক্ষক। কিন্তু ততক্ষণে উল্লাসে মাতোয়ারা জুভেন্টাস খেলোয়াড়েরা। কারণ, গোললাইন টেকনোলজিতে দেখা গেল বল লাইন পার হয়েছে ফেরানোর আগেই। 

ম্যাচের ৮৬তম মিনিটে সফল স্পট কিক থেকে হ্যাটট্রিক পূরণের পাশাপাশি পার্থক্য গড়ে দেন সময়ের অন্যতম সেরা ফুটবলার। বাঁ দিক দিয়ে ডি-বক্সে ঢোকা বের্নারদেস্কিকে পেছন থেকে কোররেয়া ধাক্কা দিয়ে ফেলে দিলে পেনাল্টিটি পায় জুভেন্টাস।

প্রথম লেগে মাদ্রিদে অ্যাটলেটিকোর কাছে ০-২ ব্যবধানে জুভেন্টাসের হারের পর গ্যালারি থেকে মিক্স জোন, বিদ্রুপের মুখে পড়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। সেই বিদ্রুপ সিআর সেভেনকে হাতের পাঁচ আঙুল দেখিয়েছিলেন পাঁচবার চ্যাম্পিয়ন্স লিগ জয়ের ইঙ্গিত দেখিয়ে সেদিন মিক্স জোন ছেড়েছিলেন। হ্যাটট্রিক গোল করে সেই বিদ্রুপের জবাব আরো একবার দিলেন রোনালদো।

Bootstrap Image Preview