Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হাইভোল্টেজ ম্যাচে ফের রিয়ালের পরাজয়

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ মার্চ ২০১৯, ১০:২২ AM আপডেট: ০৩ মার্চ ২০১৯, ১০:২৪ AM

bdmorning Image Preview


চলতি সপ্তাহে বুধবার রাতে এল ক্লাসিকোতে মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। রিয়ালকে ৩-০ গোল হারিয়ে সে ম্যাচে জয়ী হয় কাতালান জায়েন্টরা। তার রেশ কাটতে না কাটতে ফের একবার মুখোমুখি হয়েছিল দু'দল। শনিবার রাতের লিগের লড়াইয়ে।

তবে এদিনের চিত্রও কিন্তু একই। অর্থাত্‍ রিয়ালের মাটিতে জয় পেয়ে লা লিগার খেতাবি লড়াইয়ে আরও কিছুটা ব্যবধান বাড়িয়ে নিলেন মেসিরা। ১-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ল বার্সা।

ম্যাচ ছিল প্রায় পঞ্চাশ পঞ্চাশই। কিন্তু গত এল ক্লাসিকোর মতো এই ম্যাচেও গোলের খাতা খুলতে পারল না রিয়াল। ম্যাচে একটি মাত্র গোলই হয়। প্রথমার্ধের ২৬ মিনিটে বার্সার হয়ে গোল ইভান রাকিতিচের। যা শেষ পর্যন্ত ব্যবধান গড়ে দেয়। রিয়ালের তরুণ ফুটবলার ভিনিসিয়াস জুনিয়র এই ম্যাচে ফের নজর কাড়লেন।

ভিনিসিয়াস জুনিয়রের একটি দুর্দান্ত চেষ্টা প্রতিহত হয় বার্সা গোলকিপার টের স্টেগানের হাতে। ফিরতি শট আটকে দেন লেংলেট। উল্টোদিকে ব্যবধান বাড়িয়ে নেয়ার সুযোগ চলে আসে মেসি-ডেম্বেলেদের কাছে। কিন্তু রাকিটিচের একমাত্র গোলই ম্যাচের নির্ণায়ক হয়ে দাঁড়ায়।

এই জয়ের ফলে হেড টু হেডে রিয়ালকে এদিন টপকে গেল বার্সা (বার্সেলোনা ৯৬-রিয়াল ৯৫, ৫১টি ম্যাচ ড্র)। একইসঙ্গে লিগ টেবিলের শীর্ষে অবস্থান মজবুত করল লাল-নীল জার্সিধারীরা। ২৬ ম্যাচে তাদের পয়েন্ট সংখ্যা ৬০। ২৫ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে অ্যাটলেটিকো মাদ্রিদ। আর ২৬ ম্যাচে ৪৮ পয়েন্টে অনেকটা পিছনে তিন নম্বরে রিয়াল।

Bootstrap Image Preview