Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মুখে রঙ দিয়ে রোনালদোসহ ফুটবলারদের অভিনব প্রতিবাদ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০১৮, ০২:৫১ PM আপডেট: ২৬ নভেম্বর ২০১৮, ০২:৫৪ PM

bdmorning Image Preview


রোনালদোর গালে লাল রঙ! যা দেখে ভক্তদের মনে প্রশ্ন জাগছে, এটা কি সিআর সেভেনের নতুন স্টাইল স্টেটমেন্ট?

শুধু রোনালদো নয়, সিরি এ তে স্পালের বিরুদ্ধে ম্যাচে রোনালদোসহ গোটা জুভেন্টাস দলই গালে এমন লাল রঙ দিয়ে মাঠে নামে৷নতুন এই পেন্টিংয়ের আসল কারণ লুকিয়ে গভীরে৷

২৫ নভেম্বর দিন ছিল ‘এলিমিনেশন অফ ভায়োলেন্স এগেনস্ট উইমেন’ দিবস৷ বিশ্বজুড়ে মহিলাদের উপর হিংসার প্রতিবাদে এই দিবস পালন করা হয়৷ এই প্রতিবাদকে স্বাগত জানিয়েই গালে লাল দাগ করে ম্যাচে নেমেছিলেন রোনালদো সহ জুভেন্টাস সব ফুটবলাররা৷ শুধু জুভেন্টাসই নয়, চলতি সপ্তাহে ইতালির লিগের ম্যাচগুলিতে দলগুলি এভাবে নারী নির্যাতনের প্রতিবাদে গালে লাল রঙ মেখে ম্যাচে নেমেছিল৷

অভিনব প্রতিবাদের পাশাপাশি ম্যাচে বল পায়ে দুরন্ত ছিলেন রোনালদো৷ ক্রিশ্চিয়ানোর গোলে ম্যাচে জিতে মাঠ ছাড়ে জুভেন্টাস৷ রোনালদো ছাড়া ম্যাচের দ্বিতীয় গোলটি করেন মারিও মানজুকিচ৷ ১৩ ম্যাচের ১২টিতে জিতে ও এক ম্যাচ ড্র করে ৩৭ পয়েন্ট নিয়ে লিগের মগডালে জুভেন্টাস৷

Bootstrap Image Preview