Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

যে কারণে পাকিস্তানের নাগরিকত্ব পাবে না শোয়েব মালিকের ছেলে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ নভেম্বর ২০১৮, ১২:০৫ PM আপডেট: ০২ নভেম্বর ২০১৮, ১২:০৫ PM

bdmorning Image Preview


দিন যতই যাচ্ছে শোয়েব ও সানিয়ার ছেলে নিয়ে বিতর্ক ততই বাড়ছে। কোন দেশের  নাগরিকত্ব তাদের সন্তান  ইজহান মির্জা-মালিক?

পাকিস্তানের এক উর্দু সংবাদমাধ্যম দাবি করেছে যে, পাকিস্তানের নাগরিকত্ব পাবে না শোয়েব-সানিয়ার ছেলে৷

কিন্তু কেন? পাসপোর্ট ও পাক অভিবাসন নীতি অনুযায়ী কোনও ভারতীয় নাগরিক পাকিস্তানের নাগরিকত্ব পেতে পারে না৷ ১৯টি দেশের সঙ্গে পাকিস্তানের দ্বৈত নাগরিকত্ব চুক্তি থাকলেও সেই তালিকায় নেই ভারতের নাম৷ যেহেতু শোয়েব মালিককে বিয়ে করেও সানিয়া ভারতীয় নাগরিকত্ব ত্যাগ করেননি, তাই ভারতে জন্ম নেওয়া তাঁর সন্তান কোনওভাবেই পাকিস্তানের নাগরিকত্ব পেতে পারে না৷

গত ৩০ অক্টোবর হায়দরাবাদের রেনবো হাসপাতালে সানিয়া মির্জা পুত্র সন্তানের জন্ম দেন৷ পিতা শোয়েব মালিক সোশ্যাল মিডিয়ায় সানিয়ার মা হওয়ার খবর জানান অনুরাগীদের৷

Bootstrap Image Preview