Bootstrap Image Preview
ঢাকা, ৩০ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নো স্পিন: ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েছিলেন ওয়ার্ন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ অক্টোবর ২০১৮, ০১:১৩ PM আপডেট: ১১ অক্টোবর ২০১৮, ০১:১৩ PM

bdmorning Image Preview


নাম যতই হোক ‘নো স্পিন’, শেন ওয়ার্নের আত্মজীবনী প্রকাশ হওয়ার পরে বিতর্কের ঘূর্ণি একের পর এক আছড়ে পড়ছে ক্রিকেট বিশ্বে। কখনও সেই বিতর্কে তিনি টেনে এনেছেন সতীর্থকে, কখনও অন্য কোনও খেলোয়াড়কে। এ বার তাতে উঠে এল প্রাক্তন পাকিস্তান ক্রিকেটার সেলিম মালিকের নাম।

তাঁর আত্মজীবনী নিয়ে কথা বলতে গিয়ে একটি চ্যানেলকে ওয়ার্ন   জানিয়েছেন, ‘‘বইটায় আমি নিষ্ঠুর ভাবে সৎ থেকেছি। আমার ব্যক্তিগত জীবন, বাচ্চাদের সঙ্গে আমার সম্পর্ক, ক্রিকেট পরিবার সব কিছু নিয়ে। সব কিছু নিয়েই গভীরে গিয়েছি।’’ এর পরেই তিনি সেলিম মালিকের বিরুদ্ধে আনা অভিযোগ প্রসঙ্গে বলেন, ‘‘সেলিম মালিক আমায় দু’লক্ষ মার্কিন ডলার ঘুষ দিতে চেয়েছিল (১৯৯৪-’৯৫ সিরিজ, করাচি টেস্ট)। বলেছিল যদি অফ স্টাম্পের বাইরে ওয়াইড করি, ম্যাচটা ড্র হয়, তা হলে আধ ঘণ্টার মধ্যে অর্থ আমার ঘরে পৌঁছে যাবে। আমায় ও যে প্রস্তাব দিয়েছিল তার সারমর্ম এটাই।’’

শুধু তাই নয়, ওয়ার্ন শ্রীলঙ্কায় এক জুয়াড়ি কী ভাবে তাঁকে অর্থ ঘুষ দেওয়ার চেষ্টা করেছিল সেই কথাও জানান। তিনি বলেন, ‘‘এক জুয়ার আড্ডায় আমি পাঁচ হাজার মার্কিন ডলার হেরে গিয়েছিলাম। তখন মার্ক ওয়ার এক বন্ধু বলল, এই নাও পাঁচ হাজার ডলার। আমি তাঁকে বললাম, না আমার চাই না।’’

ব্যক্তিগত জীবনেও কম ঝড় সামলাতে হয়নি ওয়ার্নকে। ২০০৫ সালে স্ত্রী সিমোন কালাহানের সঙ্গে বিবাহ বিচ্ছেদ। পরে এলিজাবেদ হার্লের সঙ্গে ঘনিষ্ঠতা। তবে সেই সম্পর্কও বেশি দিন টেকেনি। ‘‘আমার জীবনে ঠিকঠাক সম্পর্ক বলতে দুটো। সিমোনের সঙ্গে ১০ বছরের বিবাহিত জীবন এবং এলিজাবেথ। দুর্ভাগ্যবশত দুটো সম্পর্কেই শেষটা ভাল হয়নি। তবে আমরা এখনও খুব ভাল বন্ধু।’’

ওয়ার্ন ক্রিকেট জীবন নিয়েও অনেক কথা বলেছেন বইয়ে। তাতে তাঁর সময়ের দুই সেরা ব্যাটসম্যান হিসেবে উল্লেখ করেছেন দু’জনের নাম— শচীন টেন্ডুলকার এবং ব্রায়ান লারা। তবে দু’জনের মধ্যে কোনও এক জনকে বাছতে বললে সেটা কঠিন কাজ তাঁর পক্ষে। তিনি বলেছেন ‘‘আমার সময়ের দুই সেরা ব্যাটসম্যান সচিন ও ব্রায়ান। টেস্ট সিরিজের শেষ দিন যদি কেউ সেঞ্চুরি করুক চাই, আমি লারাকে পাঠাব। আর যদি আমার জীবনের জন্য দিন রাত কাউকে ব্যাটিং করতে হয়, তা হলে পাঠাব তেন্ডুলকরকে।’’ 

Bootstrap Image Preview