Bootstrap Image Preview
ঢাকা, ৩০ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

#মি-টু ক্যাম্পেনে এবার রানাতুঙ্গার বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ অক্টোবর ২০১৮, ১০:২৬ AM আপডেট: ১১ অক্টোবর ২০১৮, ১০:২৬ AM

bdmorning Image Preview


এত দিন রাজনীতি বা চলচ্চিত্র জগতেই যা সীমাবদ্ধ ছিল, এ বার সেই ‘মিটু’ ঝড় স্পর্শ করল খেলার জগতকেও। ভারতে এটির পথ দেখিয়েছিলেন বলিউড অভিনেত্রী তনুশ্রী দত্ত। এ বার সরাসরিই বিশ্বকাপ জয়ী প্রাক্তন শ্রীলঙ্কান অধিনায়ক অর্জুন রানাতুঙ্গার বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ আনলেন এক বিমানবালা। আর রণতুঙ্গা ‘মিটু’-র জালে জড়িয়ে পড়ার দিনেই এই প্রচারকে সমর্থন করলেন পি ভি সিন্ধু।

ঠিক কী করেছিলেন রণতুঙ্গা? সোশ্যাল নেটওয়ার্কিং মিডিয়ায় নিজের নাম না প্রকাশ করে সংশ্লিষ্ট বিমানবালা জানিয়েছেন, ঘটনাটা ঘটেছিল মুম্বাইয়ে। জুহুর এক অভিজাত হোটেলে। তিনি জানিয়েছেন, ‘‘নব্বই দশকের শুরুতে মুম্বাইয়ের ওই হোটেলে ভারত ও শ্রীলঙ্কা দু’দলের ক্রিকেটাররাই উঠেছিলেন। তাই ক্রিকেটারদের ঘরে গিয়েছিলাম অটোগ্রাফ চাইতে। সঙ্গে গিয়েছিল আমার এক পুরুষ বন্ধু। সেখানেই রণতুঙ্গা প্রথমে আমাকে পানীয় দেন। তার পরে পুলসাইডে আমাকে একা নিয়ে যান হাঁটতে। তখন সেখানে কোনও ভারতীয় ক্রিকেটার ছিলেন না। রণতুঙ্গা এর পরেই হাঁটার মাঝে আমার কোমর জড়িয়ে ধরেন। তার পরে হাত এমন ভাবে রাখেন যা আমার বক্ষদেশ স্পর্শ করছিল।’’ 

মহিলা আরও জানিয়েছেন, ‘‘ভয় পেয়ে রণতুঙ্গার পায়ে আঘাত করে দৌড়ে পালাই। এমনকি পুলিশে অভিযোগ করার কথাও বলি। কিন্তু রিসেপশনে গিয়ে হোটেলকর্মীদের অভিযোগ জানালে তাঁরা সে দিন কোনও ব্যবস্থাই নেননি। বরং, এটা ব্যক্তিগত ব্যাপার বলে এড়িয়ে গিয়েছিলেন।’’

রণতুঙ্গা এই মুহূর্তে শ্রীলঙ্কার পেট্রোলিয়াম মন্ত্রী। তিনি যদিও এই প্রসঙ্গে প্রচারমাধ্যমের কাছে কোনও মন্তব্য করেননি।

#মি-টু ক্যাম্পেনের মাধ্যমে সমাজের বিভিন্ন শ্রেণির নারীরা তাদের বিরুদ্ধে হওয়া যৌন হেনস্তার অভিযোগ প্রকাশ্যে আনছেন। ইতিমধ্যেই ভারতের একজন মন্ত্রী এম জে আকবর, অভিনেতা নানা পাটেকর, পরিচালক বিকাশ বহেল, অভিনেতা অলোক নাথ, গায়ক অভিজিত্, সাংবাদিক এমজে আকবরের মতো একের পর হেভিওয়েট ব্যক্তিত্বদের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ উঠেছে।

Bootstrap Image Preview